X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফ্রান্সে সামুদ্রিক মৎস্য আহরণের বলি সহস্রাধিক ডলফিন

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ১৮:৩৩আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৮:৩৬

জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ফ্রান্সের সমুদ্র সৈকতে ভেসে উঠেছে হাজারের বেশি মৃত ডলফিন। এসব ডলফিনের পাখনা কাটা, দেহ ক্ষত-বিক্ষত। মূলত সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া জেলেদের হাতেই তাদের এই অবস্থা হয়েছে। সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে, জালে ডলফিন আটকা পড়লে জেলেরা জাল বাঁচাতে ডলফিনের শরীর কেটে-ছেঁটে বের করে দেওয়ার চেষ্টা করে।

ফ্রান্সে সামুদ্রিক মৎস্য আহরণের বলি সহস্রাধিক ডলফিন

এত বিপুল সংখ্যক ডলফিনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠনগুলো। ফ্রান্সের পরিবেশ বিষয়ক মন্ত্রী ডলফিনদের রক্ষায় জাতীয় পর্যায়ের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন। তিন মাসে এক হাজার ১০০টি মৃত ডলফিনের ফ্রান্সের আটলান্টিক উপকূলে ভেসে ওঠার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উইলি ডবিন।

রোশেলে বিশ্ববিদ্যালয়ের ‘ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ’র এই সদস্য বলেছেন, ‘আগে কখনও এই সংখ্যা এত ওপরে ওঠেনি। এ বছরের মাত্র তিন মাসে যা হয়েছে তাতে ২০১৮ সালের রেকর্ড ভেঙে গেছে। ২০১৭ সালের রেকর্ড ভেঙে গেছে। এমন কি গত ৪০ বছরের মধ্যে এ বছরের এই তিন মাসে হওয়া মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ।’

ডবিনের মতে, এভাবে মারা যাওয়া ডলফিনের ৯০ শতাংশের মৃত্যুর কারণ বাণিজ্যিকভাবে মাছ ধরায় ব্যবহৃত জাল। কিন্তু এ বছর এ সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে কেন তা এক রহস্য। ময়নাতদন্তের সময় দেখা গেছে ডলফিনগুলো ক্ষত-বিক্ষত। সংশ্লিষ্ট অধিকারকর্মীরা জানিয়েছেন, মাছ ধরার জালে ডলফিন আটকা পড়লে জাল বাঁচাবার জন্য মাছ শিকারিরা ডলফিনের শরীরে বিভিন্ন অংশ কেটে ফেলেন।

ফ্রান্সের পরিবেশবিষয়ক মন্ত্রী মানুষের কারণে এভাবে ডলফিনের মৃত্যুর ঘটনা কমাতে তৎপর হয়েছেন। বাণিজ্যিকভাবে মৎস আহরণের সময় যেসব ‘অ্যাকুস্টিক রিপেলেন্ট’ ব্যবহৃত হয় সেগুলো নিয়ে গবেষণা জোরদার করানোর পরিকল্পনা করছেন তিনি। এসব ‘রিপেলেন্ট’ থেকে এমন শব্দ তরঙ্গ বের হয় যার কারণে ডলফিনদের দূরে সরে যাওয়ার কথা।

কিন্তু প্রাণীসংরক্ষণে কাজ করা সংগঠন ‘সি শেফার্ড’ বলেছে এটি কোনও ব্যবস্থা কোনও কার্যকর ব্যবস্থা না। ‘অ্যাকুস্টিক রিপেলেন্ট’ খুব বেশি দূর পর্যন্ত কার্যকর থাকে না। তাছাড়া মাছ ধরার ট্রলারগুলোতে প্রায় সময়ই এসব রিপেলেন্ট চালু করা হয় না। তাদের আশঙ্কা, এতে ডলফিন তাড়াতে গিয়ে মাছ পালিয়ে যাবে। ‘সি শেপার্ড ফ্রান্সের’ সভাপতি লামিয়া এসেমলালি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, বাণিজ্যিক মাছ শিকারের যে হার তাতে মারা যেতে যেতে ডলফিনরা অচিরেই বিলুপ্ত হয়ে যাবে।

/এএমএ/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৪ ইউরোপীয় দেশকে সতর্ক করলো ইসরায়েল
হাঙ্গেরিতে রেস কারের ধাক্কায় নিহত ৪
সর্বশেষ খবর
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো