X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সেই ‘বিদ্রোহী’ বিএসএফ জওয়ান ভোটে লড়বেন মোদির বিরুদ্ধে

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ২৩:৪৫আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২৩:৪৮

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ জওয়ানদের নিম্নমানের খাবার দেওয়া হয় বলে ফেসবুকে ভিডিও পোস্টের মাধ্যমে অভিযোগ তুলে বরখাস্ত হয়েছিলেন তেজবাহাদুর যাদব।  ২০১৭ সালের ওই ঘটনার পর তাকে মামলার মুখোমুখি হতে হয়। বিএসএফের কোর্ট অব এনকোয়ারিতে স্বচ্ছ বিচার না পেয়ে শেষে বরখাস্ত হতে হয়েছিল এই তেজবাহাদুরকে। তবে দমে যাননি তিনি। ফের ময়দানে উত্তীর্ণ হয়েছেন এক নতুন ভূমিকায়। লোকসভা নির্বাচনে বারনসি থেকে খোদ প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।

সেই ‘বিদ্রোহী’ বিএসএফ জওয়ান ভোটে লড়বেন মোদির বিরুদ্ধে

হরিয়ানার রেওয়ারিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেজবাহাদুর বলেছেন, ‘একাধিক দল নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। কিন্তু, বারানসি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াব আমি।’ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারই নির্বাচনি আসন থেকে  প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরনো সেই ক্ষোভই কারণ কিনা সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি তেজবাহাদুর। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মোদিকে হারাতে চান বলে জানিয়েছেন তিনি।

তেজবাহাদুরের দাবি, বিএসএফ জওয়ানরা অনেক অন্যায় ও অনাচারের স্বীকার হয়। পরিস্থিতির চাপে মুখ খুলতে ভয় পায় তারা। সেই অনাচার দূর করার জন্যই ভোটের ময়দানে তার আগমন। তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় আমাকে বরখাস্ত করা হয়েছিল। প্রধানমন্ত্রী আমার আশাভঙ্গ করেছিলেন। এ বার এই দুর্নীতির বিরুদ্ধেই আমার লড়াই।’

২০১৭ সালের শুরুর দিকে ফেসবুকে ভিডিও পোস্ট করে খাবারের মান নিয়ে অভিযোগ করেছিলেন তেজবাহাদুর যাদব। সে সময় তিনি জম্মু-কাশ্মিরে কর্মরত ছিলেন। খাবারের ছবি দেখিয়ে ফেবসুক ভিডিওতে তিনি দাবি করেছিলেন, বিএসএফ জওয়ানদের অত্যন্ত নিন্মমানের খাবার দেওয়া হয়। সেই ভিডিও দ্রুতই ভাইরাল হয় এবং ভারতে বিতর্কের ঝড় তোলে। সেনাবাহিনী বা আধা-সামরিক বাহিনীর জওয়ানদের খাওয়া-দাওয়ার মান সুনিশ্চিত করার বিষয়ে কেন সতর্ক থাকে না কর্তৃপক্ষ, এই প্রশ্ন উঠতে শুরু করে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিএসএফ জওয়ানের অভিযোগ সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএসএফ-এর কাছ থেকে রিপোর্ট তলব করে প্রধানমন্ত্রীর দফতর।  দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়। তবে শেষ পর্যন্ত তেজবাহাদুরের অভিযোগ মিথ্যা বলে দাবি করে বিএসএফ।  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ না জানিয়ে তেজবাহাদুর ফেসবুকে অভিযোগ জানানোর কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে এবং তাকে বিএসএফ থেকে বরখাস্ত করা হয়।

 

/এএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মশলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা