X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মাদ্রিদ দূতাবাসে অভিযানকে সন্ত্রাসী হামলা আখ্যা উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ১৩:২৬আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৩:২৭

গত মাসে স্পেনের রাজধানী মাদ্রিদে নিজেদের দূতাবাসে চালানো অভিযানকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। ওই অভিযান নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক মন্তব্যে পিয়ংইয়ং তদন্তের আহ্বান জানিয়ে বলেছে, অভিযানে এফবিআইয়ের ভূমিকার গুঞ্জন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। মাদ্রিদে উত্তর কোরিয়ার দূতাবাস

গত বুধবার চেওলিমা সিভিল ডিফেন্স নামে স্বঘোষিত একটি মানবাধিকার স্পেনের উত্তর কোরীয় দূতাবাসে অভিযান চালানোর কথা স্বীকার করে। গ্রুপটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উৎখাত চায়। গ্রুপটি ওই দূতাবাসের কম্পিউটার, ফোন এবং হার্ডডিস্ক নিয়ে পালিয়ে যায় বলে খবর প্রকাশিত হয়েছে। বল প্রয়োগের কথা অস্বীকার করে গ্রুপটি বলছে, এটা কোনও হামলা ছিল না। মার্কিন তদন্ত সংস্থা এফবিআইকে এসব তথ্য হস্তান্তর করা হয়েছিল বলে দাবি করেছে গ্রুপটি। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরীয় নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কয়েক দিন আগেই মাদ্রিদ দূতাবাসে অভিযান চালানো হয়।

এই ঘটনায় এরইমধ্যে মূল দুই সন্দেহভাজনের বিরুদ্ধে অন্তত দুটি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঘটনা তদন্তের সঙ্গে জড়িত সূত্রের বরাত দিয়ে স্পেনের সংবাদপত্র এল পাইস জানিয়েছে, এই অভিযানের পরিকল্পনা করা হয়েছিল একেবারে যথাযথভাবে, ধারণা করা হচ্ছে ‘সামরিক শাখা’ এর সঙ্গে জড়িত ছিল। হামলাকারীরা জানতো তারা কী খুঁজছে।

এল পাইস এবং এল কনফিডেন্সিয়াল এর মতে স্পেনের কর্তৃপক্ষের সন্দেহ মার্কিন গোয়েন্দা সংস্থা এবং তাদের মিত্ররা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। এল পাইস-এর রিপোর্টে এমন কথাও বলা হয়েছে যে গ্রুপটির সঙ্গে জড়িত দুই ব্যক্তির সঙ্গে মার্কিন কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) যোগাযোগ রয়েছে। তবে এই অভিযোগ প্রসঙ্গে বিবিসি’র কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তরফে এই অভিযানে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, হামলাকারীরা সম্ভবত মাদ্রিদে নিযুক্ত সাবেক উত্তর কোরীয় দূত কিম হাইয়ুক চোল এর সম্পর্কে বিভিন্ন তথ্য খুঁজছিলেন। উত্তর কোরিয়ার পারমাণবিক পরিক্ষা কর্মসূচি নিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে তাকে বহিস্কার করা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়ার অন্যতম প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছেন কিম হাইয়ুক চোল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ডান হাত বলে পরিচিত কিম ইয়োং চোল এর সঙ্গে গত জানুয়ারিতে তিনি ওয়াশিংটনও সফর করেছেন।

/জেজে/
সম্পর্কিত
চীনের হাসপাতালে চালু হলো ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ওয়ার্ড
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন