X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের ‘সীমা লঙ্ঘনকারী’ আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতের রুল

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ২০:১৫আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২০:২২

পরিবেশগত বিবেচনা থেকে মেরু অঞ্চল ও আটলান্টিক সাগরের বিশাল এলাকায় খনন কাজ নিষিদ্ধ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশকে কর্তৃত্বসীমার লঙ্ঘন আখ্যা দিয়ে রুল জারি করেছে যুক্তরাষ্ট্রের এক আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, জারিকৃত রুলে ওবামা আমলের পরিবেশগত বৈধতা পাল্টে দেওয়া ট্রাম্পের নির্বাহী আদেশ শুক্রবার বাতিল ঘোষণা করেন বিচারক। ওবামা আমলের আদেশ পুনর্বহালের নির্দেশ দেন তিনি। ট্রাম্পের ‘সীমা লঙ্ঘনকারী’ আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতের রুল

২০১৫ সালে আটলান্টিকের হান্না শোল এবং বিউফোর্ট ও চাকসি সমুদ্রে অভিযান বন্ধের আদেশ দেন প্রেসিডেন্ট ওবামা। বিপন্ন প্রজাতির প্রাণী ওয়ালরাসের জন্য এসব এলাকাকে স্পর্শকাতর বিবেচনা করা হয়। ২০১৬ সালের শেষের দিকে মেরু অঞ্চলের সমুদ্রের বেশিরভাগ ইজারা প্রত্যাহার করে নেন তিনি। ওই সময়ে মেরু অঞ্চলের আওতায় থাকা ভূমির  প্রায় ৯৮ শতাংশের ইজারা প্রত্যাহার করা হয়। নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল মেরু ভাল্লুক, ওয়ারলাস, সিলসহ নানা প্রাণী সংরক্ষণ। আলাস্কার স্থানীয় বাসিন্দারা এসব প্রাণীর ওপর নির্ভরশীল। তবে ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করে ওবামা-যুগের জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন।

শুক্রবার বিচারক গ্লেসন বলেন,  ফেডারেল আইনের আওতায় প্রেসিডেন্ট বড়জোড় সুনির্দিষ্ট ভূমির উন্নয়ন কর্মকাণ্ড থেকে সরে আসতে পারেন, তবে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন না। ওবামা-মনোনীত বিচারক গ্লেসন বলেন, ২০১৫ সালে প্রেসিডেন্ট ওবামার অভিযান বন্ধ আর ২০১৬ সালের ইজারা প্রত্যাহারের আদেশের মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় অনির্দিষ্টকাল ধরে তা বহাল রাখাই উদ্দেশ্য ছিল। সুতরাং সেসব আদেশ এখন প্রত্যাহার করে নিতে হলে একমাত্র কংগ্রেসই তা পারে।

২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামা আমলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলে আদালতে যায় বেশ কয়েকটি পরিবেশবাদী গ্রুপের প্রতিনিধিত্ব করা সংগঠন আর্থজাস্টিস। এই মামলায় কোনও নির্দিষ্ট জোনের আওতায় থাকা ভূমি সংক্রান্ত আইনকে চ্যালেঞ্জ করা হয়। গত নভেম্বরে বিচারক গ্লেসনের সামনে এক শুনানিতে বর্তমান ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফরে উড বলেছিলেন, ১৯৫৩ সালে প্রণীত এই আইনের ভুল ব্যাখ্যা করছে পরিবেশবাদী গ্রুপগুলো।

আর্থজাস্টিস এর আইনজীবী বিচারকের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এই রায়ে প্রমাণিত হয়েছে সমুদ্র, বণ্যপ্রাণী আর জলবায়ুর বিনিময়ে জীবাশ্ম জ্বালানি শিল্পকে টিকিয়ে রাখতে প্রেসিডেন্ট কেবল সংবিধান মানার দোহাই দিতে পারেন না।  তবে মামলার বিবাদী আমেরিকান প্রেট্রোলিয়াম ইনস্টিটিউট বিচারকের রায়ের সাথে ভিন্নমত পোষণ করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে, সমুদ্রের পরিত্যক্ত সম্পদের উন্নয়ন আমাদের ভোক্তাদের কয়েক দশকের জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি সরকার শত শত কোটি ডলারে রাজস্ব পেতে পারে, সৃষ্টি হতে পারে হাজার হাজার কর্মসংস্থান, জোরালো হতে পারে আমাদের জাতীয় নিরাপত্তা।

বিচার বিভাগের মুখপাত্র জেরেমি এডওয়ার্ডস বিচারকের রায়ের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়