X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এ সপ্তাহেই পদত্যাগ করতে পারেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৯, ১৮:২৯আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৮:৩৩
image

তুমুল বিক্ষোভ আর সেনাবাহিনীর চাপের মুখে অবশেষে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকা পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। রবিবার (৩১ মার্চ) স্থানীয় বেসরকারি টিভি চ্যানেল এন্নাহার ও এল বিলাদ আভাস দিয়েছে, ২০ বছরের শাসনের অবসান ঘটিয়ে বুতেফলিকা এ সপ্তাহেই পদত্যাগ করতে পারেন।

আলজেরিয়ার প্রেসিডেন্ট বুতেফলিকা
আলজেরিয়ায় আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আব্দেল আজিজ বুতেফলিকার বয়স এখন ৮২ বছর। ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি কার্যত পক্ষাঘাতগ্রস্ত। এরপর থেকে তার প্রকাশ্যে কথা বলার ঘটনা খুব বিরল। তবে তারপরও বুতেফলিকা অবসর গ্রহণে অনিচ্ছা প্রকাশ করে আসছিলেন। প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদের জন্য নির্বাচনের ঘোষণা দেওয়ার পর বুতেফলিকার বিরুদ্ধে বিক্ষোভে নামে মানুষ। গত ১১ মার্চ বুতেফলিকা ঘোষণা দেন, তিনি নির্বাচন করবেন না। তবে তাৎক্ষণিকভাবে পদত্যাগে অনিচ্ছা জানিয়ে তিনি বলেন রাজনৈতিক পরিবর্তনবিষয়ক জাতীয় সম্মেলনের জন্য অপেক্ষা করবেন। বুতেফলিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত থাকে।

শনিবার (৩০ মার্চ) ৮২ বছর বয়সী বুতেফলিকাকে শাসক হিসেবে অযোগ্য ঘোষণা করার জন্য নতুন করে সাংবিধানিক পরিষদকে আহ্বান জানান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ গায়েদ সালাহ।

এরমধ্যেই রবিবার রাজনৈতিক সূত্রকে উদ্ধৃত করে এন্নাহার টিভি জানিয়েছে, মঙ্গলবার (২ এপ্রিল) পদত্যাগের ঘোষণা দিতে পারেন বুতেফলিকা। আর অসমর্থিত সূত্রকে উদ্ধৃত করে এল বিলাড টিভি বলছে, এ সপ্তাহেই পদত্যাগ করছেন তিনি। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ ধরনের কোনও আভাস দেওয়া হয়নি। প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকেও এ ব্যাপারে মন্তব্য করা হয়নি। এন্নাহার টিভি জানিয়েছে, সংবিধানের ১০২ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতি রেখে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বুতেফলিকা। ওই অনুচ্ছেদের আওতায় বুতেফলিকা পদত্যাগ করতে পারেন অথবা তিনি দায়িত্ব পালনের যোগ্য কি অযোগ্য তা নির্ধারণে সাংবিধানিক পরিষদের রায়ের অপেক্ষায় থাকতে পারেন।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর সাংবাদিক তারেক আমারাকে আলজেরিয়া থেকে বহিষ্কার করেছে দেশটির কর্তৃপক্ষ। আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকার বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভের খবর সংগ্রহের অভিযোগে আটকের পর বহিষ্কার করা হয় তাকে। রয়টার্সের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট বুতেফলিকা ও তার সহযোগীদের পদত্যাগ চেয়ে শুক্রবার (২৯ মার্চ) বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ করে আলজেরীয়রা। রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ওই বিক্ষোভে প্রায় ১০ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। ওই প্রতিবেদনটি করেছিলেন তারেক আমারা। তিউনিসীয় নাগরিক তিনি। নাম প্রকাশ না করে আলজেরিয়ার এক সরকারি কর্মকর্তা রয়টার্সের ওই খবরটিকে অস্বীকার করেন। তবে ঠিক কতজন মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন তা উল্লেখ করেননি তিনি। শুক্রবার আলজেরিয়ার ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টরেট-এর পক্ষ থেকে ইস্যু করা বিবৃতিতেও ২৯ মার্চের বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে দেশি-বিদেশি মিডিয়ায় প্রকাশিত খবরকে অস্বীকার করা হয়। 

/এফইউ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের