X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মি-টু’র অভিযোগ মাথায় নিয়ে মেক্সিকান রকস্টারের আত্মহত্যা

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৯, ১৪:২৬আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২১:৪৮
image

মেক্সিকোর রকস্টার আর্মান্দো ভেগা ঘিল-এর বিরুদ্ধে এক নারী যৌন নিপীড়নের অভিযোগ তোলার পর আত্মহত্যা করেছেন জনপ্রিয় ওই তারকা। মি-টু আন্দোলনের ধারাবাহিকতায় ওই নারী অভিযোগ তুলেছেন, তার ১৩ বছর বয়সে আর্মান্দোর দ্বারা নিপীড়িত হন তিনি। পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ভোর চারটা নাগাদ মেক্সিকান সিটিতে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন রক ব্যান্ড বোতেল্লিতা ডি জেরেজের প্রতিষ্ঠাতা ঘিল। তবে মৃত্যুকালে সামাজিক যোগাযোগমাধ্যমে রেখে যাওয়া সুইসাইড নোটে তিনি লিখে গেছেন, কোনও অপরাধবোধ থেকে নয়, বরং মিথ্যা অভিযোগের শিকার হয়ে অপমানিত বোধ করায় তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। মেক্সিকোর রকস্টার আর্মান্দো ভেগা ঘিল-এর বিরুদ্ধে মি টু হ্যাশটাগটি প্রথম ব্যবহার করা হয়েছিল ২০০৬ সালে। তারানা বার্কে নামের একজন মার্কিন সমাজকর্মী ও সংগঠক এটি ব্যবহার করেছিলেন। যৌন নিপীড়নের ভয়াবহতাকে নজরে আনতে ‘মি টু’ কিংবা ‘আমিও বলতে চাই’ হ্যাশট্যাগে বিশ্বের সব নারীর প্রতি নিপীড়নের ঘটনা ফাঁস করতে উদ্বুদ্ধ করেছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় গত বছর মার্কিন অভিনেত্রী আলিসা মিলানো একই হ্যাশট্যাগে একজন প্রযোজকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। তারই প্রেরণায় প্রথমে হলিউড এবং পর্যায়ক্রমে বিশ্বজুড়ে নিপীড়িত নারীরা ‘মি টু’ হ্যাশট্যাগটিকে হাতিয়ার করেন।

‘‌মি টু মেক্সিকান মিউজিশিয়ান্স’‌ শীর্ষক আন্দোলনে দেশের জনপ্রিয় রক ব্যান্ড বোতেল্লিতা ডি জেরেজের প্রতিষ্ঠাতা আর্মান্দোর বিরুদ্ধে এক নারী কিশোরী বয়সে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। তার দাবি, ১৩ বছর বয়সী অবস্থায় তিনি আর্মান্দোর নিপীড়নের শিকার হন। ওই অভিযোগের পর রীতিমতো ভেঙে পড়েন ৬৪ বছরের রক শিল্পী। টুইটার পোস্টে সুইসাইড নোটে তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা মি টু’র অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অপরাধবোধে নয়, অত্যন্ত অপমানিত হয়েই তিনি আত্মঘাতী হচ্ছেন। কারণ, এই অভিযোগের পর তাঁর ছেলে কীভাবে সমাজে মুখ দেখাবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত তিনি।

বোতেল্লিতা ডি জেরেজের আরেক সদস্য পাওলা হার্নানডেজ বলেছেন, সোমবার ভোররাত দুইটা নাগাদ ফোনে কথা বলার সময়ই আর্মান্দোকে মানসিকভাবে বিধ্বস্ত লেগেছিল তার। নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করলেও কীভাবে তা প্রমাণ করবেন তা বুঝতে পারছিলেন না শিল্পী। আত্মহত্যার জন্য কাউকে দায়ীও করে যাননি আর্মান্দো। পুলিশ তাঁর সুইসাইড নোট উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

এদিকে আর্মান্দোর মৃত্যু প্রশ্নে দুই ধারায় বিভক্ত হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমের মতামত। একপক্ষ প্রশ্ন তুলেছে, নির্দোষ হয়ে থাকলে কেন তার প্রমাণ দিলেন না আর্মান্দো। অপর পক্ষের অভিযোগ, আদালতের আগেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আর্মান্দোকে দোষী সাব্যস্ত করে ফেলেছিল নেটিজেনরা। অসহায় হয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা