X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘ঘৃণার রাজনীতি’র বিরুদ্ধে ভোট দিতে অরুন্ধতীসহ ২১০ লেখকের আহ্বান

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ২২:০৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২৩:১৪

ভারতের সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরুর কয়েক দিন আগেই দেশটির দুইশোরও বেশি লেখক ভোটারদের ‘ঘৃণার রাজনীতি’র বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়ান কালচারাল ফোরাম-এ প্রকাশিত চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অরুন্ধতী রায়, আনন্দ তেলতাম্বে, গিরিশ কারনাদ, নয়নতারা সাহগাল, টিএম কৃষ্ণা এবং রমিলা থাপার। গুজরাটি, বাংলা, তামিল, মালয়ালম, কান্নাদা, তেলেগুসহ বেশ কয়েকটি ভাষায় প্রকাশ করা হয়েছে লেখকদের এই আহ্বান।

‘ঘৃণার রাজনীতি’র বিরুদ্ধে ভোট দিতে অরুন্ধতীসহ ২১০ লেখকের আহ্বান

চিঠিতে লেখকেরা বলেছেন, দেশকে বিভক্ত করতে, ভয়ের পরিবেশ সৃষ্টিতে ঘৃণার রাজনীতি ব্যবহার করা হয়েছে। ঘৃণার রাজনীতি ব্যবহার করা হয়েছে বহু মানুষকে পূর্ণ নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচার অধিকার বঞ্চিত করতেও।

এতে আরও বলা হয়েছে, ক্ষমতাকে প্রশ্ন করা যে কেউই মিথ্যা এবং হাস্যকর অভিযোগে গ্রেফতার বা হয়রানির বিপদে রয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ভারতের আসন্ন লোকসভা নির্বাচন আমাদের দেশকে এক সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। দেশের সংবিধান প্রতিটি নাগিরককে সমানাধিকার দিয়েছে। দিয়েছে স্বাধীনভাবে প্রার্থনা করার, বেঁচে থাকার, মত প্রকাশের ও পছন্দ-অপছন্দের অধিকার। কিন্তু গত কয়েক বছরে আমার প্রত্যক্ষ করছি ধর্ম, সম্প্রদায়, লিঙ্গ, জাত-পাত এবং আঞ্চলিকতাবাদের ভিত্তিতে নাগরিকদের শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, হতে হয়েছে বৈষম্যের শিকার।

চিঠিতে লেখকেরা বলেছেন, ঘৃণার রাজনীতি দেশকে ভেতর থেকে টুকরো টুকরো করেছে, ভীতির সঞ্চার করেছে, নাগরিকদের স্বাধীনভাবে বাঁচার অধিকারকে খর্ব করেছে। লেখক-শিল্পী ও অন্যান্য সংস্কৃতিসম্পন্ন মানুষদের স্বাধীনভাবে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, সেন্সর করা হচ্ছে। কোনও মানুষ ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রশ্ন করলে তাকে হেনস্থা করা হচ্ছে-এমনকি মিথ্যা ও হাস্যকর অভিযোগে জড়িয়ে গ্রেফতার করা হচ্ছে।

লেখকেরা বলেন, আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমরা দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য রক্ষা এবং গণতন্ত্রের পরিপূর্ণ ও সুষ্ঠু বিকাশ চাই। এই পরিবর্তন আনতে আমাদের অনেক কিছুই করার আছে। প্রথম পদক্ষেপ হিসেবে আমরা এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করতে পারি। মানুষে মানুষে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে ভোট, বৈষম্যের বিরুদ্ধে ভোট, সেন্সরশিপের বিরুদ্ধে ভোট, ভীতি প্রদর্শনের বিরুদ্ধে ভোট দিতে পারি।

চিঠিতে বলা হয়েছে, ভারতের সংবিধান যে প্রতিশ্রুতি প্রতিটি নাগরিককে দিয়েছে তা রক্ষা করার এটাই একমাত্র পথ। এই কারণেই দেশের প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন নাগরিককে  দেশের বৈচিত্র্য, সার্বভৌমত্ব ও সাম্য রক্ষার স্বার্থে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়েছে।

লেখকদের এই আহ্বানের কয়েকদিন আগে দেশটির শতাধিক চলচ্চিত্র নির্মাতা ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যান্যদের মধ্যে নির্মাতা আনন্দ পতবর্ধন, সানাল কুমার শশিধরন, সুদেভান, দীপা ধনরাজ এই বিবৃতিতে স্বাক্ষর করেন। নির্মাতারা বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি শুধু খারাপই হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিজেপি আরেক মেয়াদে ক্ষমতায় আসতে দেওয়া হলে তা ভয়ানক বিপর্যয় ঘটাবে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী