X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৯, ১৭:১৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৭:২১

ইরানের সেনাবাহিনীর অভিজাত ও প্রভাবশালী শাখা রেভ্যুলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সোমবার নাগাদ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিতে পারে।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে  অন্য কোনও দেশের সেনাবাহিনীকে প্রথমবারের আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী গ্রুপের তকমা দিতে যাচ্ছে ওয়াশিংটন।

ইরানের বিপ্লবী গার্ড

১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবের পরে শিয়া মতালম্বী শাসন ব্যবস্থা রক্ষায় গঠন করা হয় ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি। ইরানের সবচেয়ে ক্ষমতাধর নিরাপত্তা সংস্থা বিবেচনা করা হয়। ইরানের অর্থনীতির বড় একটি অংশের নিয়ন্ত্রণ রয়েছে বাহিনীটির। রাজনৈতিক ব্যবস্থার ওপরও প্রভাব রয়েছে তাদের।

বহুদিন ধরেই গুজব চলে আসছে ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গ্রুপ ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র। গত বছর ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটনের বের হয়ে যাওয়ার ঘোষণার পর থেকে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে ইরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

ওয়াল স্ট্রিটের খবরের বিষয়ে জানতে চাইলে আল জাজিরার কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় মার্কিন প্রতিরক্ষা দফতর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়ার পরামর্শ দেয় তারা। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা হোয়াইট হাউসের তরফ থেকেও ওয়াল স্ট্রিটের খবরের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটনের বের হয়ে যাওয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার বর্ষপূর্তিকে সামনে রেখে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী আখ্যা দিতে পারে  যুক্তরাষ্ট্র। চুক্তি থেকে বের হওয়ার পর থেকে ইরান সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত মার্চে বেশ কয়েকটি কোম্পানির একটি নেটওয়ার্ক ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের সময়ে তাদের বিরুদ্ধে আইআরজিসিকে অর্থায়ন করার অভিযোগ করে যুক্তরাষ্ট্র।

২০০৭ সালে আইআরজিসির হয়ে বিদেশে অভিযান চালানোর দায়িত্বপ্রাপ্ত শাখা কুদস ফোর্সের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতর। দাবি করা হয় কুদস ফোর্সের মাধ্যমে ইরান সন্ত্রাসী গোষ্ঠী ও বিদ্রোহী গ্রুপকে মদদ দেওয়ার কাজ করে থাকে।

২০১৭ সালে আইআরজিসির কমান্ডার আলি জাফরি বলেছেন, ট্রাম্প যদি তার বাহিনীকে সন্ত্রাসী গ্রুপ ঘোষণা করে তাহলে সারা বিশ্বে আমেরিকান সেনাবাহিনীকে ইসলামিক স্টেটের মতো জঙ্গি গোষ্ঠী বিবেচনা করবে বিপ্লবী গার্ড।

ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির দায়িত্বও আইআরজিসির। তেহরান সতর্ক করে দিয়ে আসছে তাদের কাছে দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ঘাঁটি তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে বলেও দাবি করে আসছে তারা। সেনা, নৌ ও বিমান শাখা মিলিয়ে আইআরজিসির মোট সদস্য এক লাখ ২৫ হাজার বলে ধারণা করা হয়। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির কাছে সরাসরি দায়বদ্ধ এই বাহিনীটি।

/জেজে/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট