X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাশ্মিরে ছুটিতে থাকা সেনা সদস্যকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০১৯, ১১:০৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৭:১৫

উত্তর কাশ্মিরের ওয়ারপোরা গ্রামের নিজ বাড়িতে খুব কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে ছুটিতে থাকা এক ভারতীয় সেনা সদস্যকে। স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদ রফিক ইয়াতু নামের এই সেনা সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সেনা সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশ সদস্যরা।  কয়েকদিন আগে ওই গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুইদিন ধরে চলা বন্দুকযুদ্ধে দুই বিদ্রোহী নিহত হয়। কাশ্মিরে ছুটিতে থাকা সেনা সদস্যকে গুলি করে হত্যা

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলন ইসলামিকীকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদিন সবথেকে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা হিসেবে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। শনিবার ওই সেনা সদস্যকে হত্যার দায় এখন পর্যন্ত কোনও সংগঠনই স্বীকার করেনি।

তবে পুলিশের এক মুখপাত্র এই হত্যাকাণ্ডের জন্য কাশ্মিরের বিদ্রোহীদের দায়ী করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তি সেনা সদস্য ছিলেন। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এই সন্ত্রাসী অপরাধের তদন্ত শুরু করেছে।

সাত বছর আগে সেনাবাহিনীতে যোগ দেওয়া মোহাম্মদ রফিক ইয়াতু উত্তর কাশ্মিরে মোতায়েনকৃত ৫২ রাষ্ট্রীয় রাইফেলস-এ কর্মরত ছিলেন। পাঁচদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি।

ভারতীয় সেনা সদস্যরা প্রায়ই কাশ্মিরের বিদ্রোহীদের লক্ষ্যবস্তু হয়। গত বছরের জুনে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য আওরঙ্গজেবকে অপহরণ করা হয়। সোপিয়ান জেলা থেকে অপহরণের পর দশ কিলোমিটার দূরে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুঞ্চ জেলার বাসিন্দা আওরঙ্গজেব ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। মার্চে সেনা বাহিনীর পলাতক ঘোষিত সদস্য সৈকত আহমেদকে পুলওয়ামার পিনগ্লেনায় গুলি করে হত্যা করা হয়। মার্চের ৯ তারিখে কাশ্মিরের লাইট ইনফ্যান্ট্রির সদস্য ইয়াসিন ভাটের পরিবারের সদস্যরা তাকে অপহরণ চেষ্টা রুখে দেয়।

২০১৭ সালের মে মাসে লেফটেন্যান্ট ওমর ফয়েজকে অপহরণের পর হত্যা করা হয়। ওই বছরের নভেম্বরে আরেক সেনা সদস্য ইরফান আহমেদ ধরকে ছুটিতে থাকা অবস্থায় অপহরণ ও হত্যা করা হয়।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি