X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হামলার আশঙ্কা নিয়ে পাকিস্তানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: ভারত

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৯, ১৬:৪৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:০৭

পাকিস্তানে ভারতের নতুন হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছে নয়া দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের হামলার আশঙ্কা নিয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘অযৌক্তিক’। 

হামলার আশঙ্কা নিয়ে পাকিস্তানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: ভারত গত ৭ এপ্রিল রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি দাবি করেন, ভারত এই মাসে নতুন করে পাকিস্তানে হামলা চালাতে পারে বলে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তানে এই হামলা ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে চালাতে পারে ভারত। বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রকে অবহিত করা হয়েছে।

জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, এই বক্তব্যের মাধ্যমে কোরেশি জনগণকে বোকা বানাচ্ছেন। তিনি এই অঞ্চলে যুদ্ধ উসকে দিতে চান। তিনি বলেন, ‘পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক মন্তব্য প্রত্যাখ্যান করছে ভারত।

রবিশ কুমার বলেন, এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টতই যুদ্ধ উসকে দিতে চাইছেন তিনি। তিনি চান এতে করে যেন পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী ভারতে হামলা চালায়।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতীয় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায়। তাদের দাবি, পাকিস্তানের ভেতরে থাকা জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিই ছিল তাদের লক্ষ্য এবং এতে বহু জঙ্গি নিহত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সকালে পাকিস্তান বিমানবাহিনী ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করে। এ সময় ভারতীয় এক পাইলটকে আটক করে পাকিস্তান। পরে তাকে মুক্তি দিলে উভয় দেশের উত্তেজনা কিছুটা কমে আসে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!