X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পশ্চিম তীর নিয়ে নেতানিয়াহুর বক্তব্যে ক্ষুব্ধ আরব লিগ

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৯, ২০:৩০আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২০:৩৫
image

দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা প্রশ্নে সে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া বক্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে আরব লিগ। এর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে সোমবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর এ জোটটি। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।





পশ্চিম তীরে ইসরায়েলি বসতি
ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত ১০০টিরও বেশি বসতিতে প্রায় সাড়ে ৬ লাখ ইসরায়েলি বসবাস করে। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার প্রতিরোধকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে আসছে ইসরায়েল।
শনিবার (৬ এপ্রিল) একটি ইসরায়েলি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, মঙ্গলবারের (৯ এপ্রিল) নির্বাচনে আবারও জয়ী হলে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি আরও বিস্তৃত করবেন বলেও ঘোষণা দেন তিনি। বলেন,‘আমি আমাদের সার্বভৌমত্বের পরিধি বাড়াবো।’

আরব লিগের ’দখলকৃত ফিলিস্তিনি ও আরব ভূখণ্ডবিষয়ক’ সহকারী মহাসচিব সাইদ আবু আলি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহুর এ মন্তব্যের পরিণতি ‘ভয়াবহ’ হবে। তার দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডে অব্যাহতভাবে বসতি স্থাপন করে ইসরায়েল যে অপরাধ করে যাচ্ছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে।

সাইদ আবু আলি বলেন, ‘নির্বাচনি প্রচারণায় ডানপন্থীদের আনুগত্য নিশ্চিত করতে বসতি স্থাপনের বিষয়টিকে উইনিং কার্ড হিসেবে ব্যবহার করছেন।’

পশ্চিম তীরের বাইরে গাজা উপত্যকা ও জেরুজালেমেও বাড়ছে অবৈধ বসতি নির্মাণ। সেখানকার স্থানীয় আরবদের ভবন তৈরির অনুমতি না দিলেও অবৈধ বসতি স্থাপনকারীদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না। ফলে সেখানেও বাড়ছে দখলদারদের সংখ্যা।ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ নিয়ে কাজ করা পর্যবেক্ষণ সংস্থা পিস নাউ জানিয়েছে,ডোনাল্ড ট্রাম্প ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার দেড় বছরের মধ্যে পশ্চিম তীরে ১৪ হাজার ৪৫৪টি অবৈধ বসতির অনুমোদন দিয়েছে ইসরায়েল। আগের মার্কিন প্রশাসন থাকা অবস্থার চেয়ে যা প্রায় তিনগুণ।

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
যেকোনও ইসরায়েলি হামলা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: ইরান
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন