X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

২০১৮ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা এক দশকের মধ্যে সর্বনিম্ন: অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৯, ১৮:৩৭আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২০:৫৪
image

বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ কমেছে। শুধু তাই নয়, ২০১৮ সালে বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন ছিল। এছাড়া গত বছর বাংলাদেশে দুই শতাধিক মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ওই বছর কারও দণ্ড কার্যকর করা হয়নি। বুধবার (১০ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সংস্থাটি জানায়, ২০১৭ সালের তুলনায় বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের হার গতবছর ৩১ ভাগ কমেছে৷

প্রতীকী ছবি
বুধবার অ্যামনেস্টি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে বিশ্বের ২০টি দেশে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ছিল ৬৯০, যা ২০১৭ সালে ছিল কমপক্ষে ৯৯৩টি৷
তবে বরাবরের মতো এবারও চীনে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা জানতে পারেনি অ্যামনেস্টি। দেশটির সরকার এ তথ্য গোপন রাখায় এটি সম্ভব হয়নি। সংস্থাটির ধারণা চীনে সহস্রাধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে সংখ্যা জানতে না পারায় এ তালিকায় চীনের সংখ্যাটি যোগ করা হয়নি। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলছে, চীনে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দিষ্ট সংখ্যা জানা সম্ভব না হলেও দেশটিতেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে৷ চীনকে বাদ দিয়ে মৃতুদণ্ড কার্যকরের ক্ষেত্রে এবারের তালিকায় শীর্ষ অবস্থানে থাকা চারটি দেশ হলো ইরান, সৌদি আরব, ভিয়েতনাম ও ইরাক। অ্যামনেস্টি বলছে, ২০১৮ সালে কার্যকর হওয়া ৬৯০টি মৃত্যুদণ্ডের ৭৮ ভাগ ঘটেছে এ চার দেশে।
প্রতীকী ছবি আবার যে দেশগুলোতে মৃত্যুদণ্ড কার্যকর করার হার আগের বছরের চেয়ে কমেছে সেগুলো হলো ইরান, ইরাক, পাকিস্তান ও সোমালিয়া৷ অ্যামনেস্টি বলছে, ২০১৭ সালে ইরানে মোট মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা ছিল ৫০৭। আর ২০১৮ সালে তা ৫০ ভাগ কমে ২৫৩ তে দাঁড়িয়েছে৷ একই সময়ে ইরাকে মৃত্যুদণ্ড কার্যকরের হার কমেছে শতকরা ৫০ ভাগের বেশি, পাকিস্তানে কমেছে শতকরা ৭৫ ভাগ ও সোমালিয়াতে কমেছে প্রায় শতকরা ৫০ ভাগ৷
২০১৮ সালে বাহরাইন, বাংলাদেশ, জর্ডান, কুয়েত, মালয়েশিয়া, ফিলিস্তিন ও আরব আমিরাতে কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে ২০১৭ সালে এ দেশগুলোতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

কিছু দেশে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা কমলেও কয়েকটি দেশের ক্ষেত্রে তা বাড়তে দেখা গেছে। দেশগুলো হলো, যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ সুদান ও বেলারুশ।

/এফইউ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া