X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আদালতে আত্মবিশ্বাসী অ্যাসাঞ্জ

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৯, ২১:০৫আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:২০

গ্রেফতারের পর উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আদালতে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাকে আদালতে হাজিরের খবর নিশ্চিত করেছে। জামিন শর্ত ভঙ্গকে কারণ দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে হাজিরের পর তার বিরুদ্ধে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির এক পর্যায়ে অ্যাসাঞ্জকে নার্সিসিস্ট আখ্যা দেন বিচারক।

পুলিশের গাড়িতে থাকা অবস্থায় সংবাদকর্মীদের উদ্দেশে হাত নাড়েন অ্যাসাঞ্জ

২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ৪ এপ্রিল (বৃহস্পতিবার) উইকিলিকসের টুইটে বলা হয়,ইকুয়েডর সরকারের উচ্চ পর্যায়ের দুইটি সূত্র থেকে তারা নিশ্চিত হয়েছে যে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে অ্যাসাঞ্জকে দূতাবাস থেকে তাড়ানো হতে পারে। সেই ধারাবাহিকতায় রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে বৃহস্পতিবার তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর।

গ্রেফতারের পর অ্যাসাঞ্জকে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় কালো স্যুট পরিহিত অ্যাসাঞ্জের চুল ছিল পেছনে বাধা। সাদা দাড়ি মুখে আদালতে হাজির হয়ে সংবাদমাধ্যমের দিকে তাকিয়ে অভিবাদনমূলক চিহ্ন দেখান তিনি। সেসময় তাকে আত্মবিশ্বাসী দেখায়।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১২ সালের জুন থেকে লন্ডন দূতাবাসে থাকা অ্যাসাঞ্জের রাজনেতিক আশ্রয় বাতিল করে পুলিশ ডেকে নিয়ে তাকে ধরিয়ে দেন ইকুয়েডরের রাষ্ট্রদূত। পরে লন্ডন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যার্পণ অনুরোধ পাওয়ার পর গ্রেফতার করা হয়েছে তাকে। 

জামিন শর্ত ভঙ্গের অভিযোগে অনুষ্ঠিত শুনানিতে অ্যাসাঞ্জের আইনজীবী বলেন, ২০১২ সালে অ্যাসাঞ্জ আবারও আত্মসমর্পণ করে জামিন আবেদন করেননি কারণ তিনি কখনোই ন্যায়বিচার পাননি। আর সেকারণেই তিনি ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় চাইতে বাধ্য হয়েছেন। তবে বিচারক আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করে অ্যাসাঞ্জকে নার্সিসিস্ট আখ্যা দেন। বলেন এই নার্সিসিস্ট নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেনি।

উল্লেখ্য, যে মানুষেরা নিজেদের বাইরে আর কিছু্‌ই চিন্তা করতে পারে না, তাদের ক্ষেত্রে নার্সিসিজম ধারণাটি ব্যবহার করা হয়ে থাকে। নার্সিসিজম ধারণার উৎপত্তি গ্রিক পুরাণে। গ্রিক পুরাণের সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী পুরুষদের অন্যতম ছিল নার্সিসাস। তবে সে নিজের এই সৌন্দর্যে বিমুগ্ধ ছিলো, যে কাউকেই নিজের যোগ্য মনে করতো না। নিজের বাইরে সে অন্য কিছু দেখতেও সক্ষম ছিল না।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা