X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নেপথ্য শক্তির উৎখাত চায় সুদানের বিক্ষোভকারীরা

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৯, ২০:৫৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:৫৯

আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুত্থানে পদচ্যুত নেতা ওমর আল বশির নেতৃত্বাধীন সরকারের সব পরিবর্তনের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। এক মুখপাত্র জানান, সব নেতাদেরই বিচারের আওতায় আনতে হবে। তারা ‌'ছায়ারাষ্ট্রে' পতন চান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নেপথ্য শক্তির উৎখাত চায় সুদানের বিক্ষোভকারীরা

জ্বালানি ও রুটির দাম বৃদ্ধির এক সরকারি ঘোষণাকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে সুদানে বিক্ষোভ শুরু হয়। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরাতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা। তবে সেনাবাহিনী দৃশ্যত প্রেসিডেন্টের পক্ষে থাকায় সম্প্রতি দাবি আদায় না হওয়া পর্যন্ত সেনা সদরের সামনে অবস্থানের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এরইমধ্যে বৃহস্পতিবার সেনা অভ্যুত্থানের খবর আসে। ওই অভ্যুত্থানে নেতৃত্ব দেন সামরিক কাউন্সিলের প্রধান আওয়াদ ইবনে আউফ। তবে তাকেও বশিরের ঘনিষ্ঠ আখ্যা দিয়ে রাজপথে অবস্থান ধরে রাখেন বিক্ষোভকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি। প্রেসিডেন্টের পদত্যাগের পর সামরিক কাউন্সিল দেশটির ক্ষমতা নিয়েছে।

ইতোমধ্যে ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ। তারপরও সামরিক সদর দফতরের সামনে বেসামরিক সরকারের দাবিতে বিক্ষোভ করছে অনেকে।  সেখানে ‘স্বাধীনতা’ ও ‘বিপ্লব’ বলে স্লোগান দেওয়া হচ্ছে‌।

গত ডিসেম্বরে শুরু হওয়া সুদানের বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে দেশটির পেশাজীবী সংস্থা (এসপিএ)। এক ফেসবুক পোস্টে এসপিএ বলেছে, আমরা সশস্ত্র বাহিনীকে এখনই বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। তারা জনান, ‌আমরা আশা করি সবাই বিপ্লবকে সমুন্নত করতে এই আন্দোলনে অংশ নেবে।

সামরিক এক মুখপাত্র বলেন. আন্দোলনরতদের ছত্রভঙ্গ করা হবে না। বিরোধী দলকে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। রবিবার এক সংবাদ সম্মেলনে সামরিক মুখপাত্র মেজর জেনারেল শামস আদ দিন শান্ত বলেন, বিরোধী দলগুলো যে প্রস্তাব দেবে সেই বেসামরিক সরকার গঠনে সামরিক পরিষদ প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা নিয়োগ দেবো না। তারাই কাউকে পছন্দ করে দেবেন।’

/এমএইচ/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা