X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আঙুল তুললে সে আঙুল অক্ষত থাকবে না: হুঁশিয়ারি বিজেপি নেতার

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ২১:২৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৪২

বিজেপি কর্মীদের দিকে কেউ যদি আঙুল তোলে, আমি কথা দিচ্ছি চার ঘন্টার পর সে আঙুল অক্ষত থাকবে না। এমনটাই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মনোজ সিনহা। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর প্রদেশে এক নির্বাচনি জনসভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আঙুল তুললে সে আঙুল অক্ষত থাকবে না: হুঁশিয়ারি বিজেপি নেতার বিজেপি নেতা মনোজ সিনহা বলেন, বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়বে। বেনামে সম্পত্তি যারা রেখেছে তাদের বিরুদ্ধে লড়বে। কারও হিম্মত হবে না বিজেপি কর্মীদের দিকে চোখ তুলে তাকানোর। কেউ যদি তা করে তাহলে তাঁর চোখ নিরাপদে থাকবে না। বিজেপির সমালোচকদের চার ঘণ্টার মধ্যে বুঝে নেওয়া হবে।

এবার উত্তর প্রদেশের গাজীপুর এলাকা থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন মনোজ সিনহা। তার বিরুদ্ধে আছেন সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির জোটপ্রার্থী আফজাল আনসারী। ২০০৪ সালে আফজালের কাছেই পরাজিত হয়েছিলেন মনোজ।

নির্বাচনি প্রচারে এর আগেও বিতর্ক উসকে দিয়েছেন মনোজ। গত সপ্তাহে এক সভায় উপস্থিত হয়ে তিনি বলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যদি জওহরলাল নেহরু না হয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেল হতেন তাহলে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে পারতো না।

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে ৮০টি লোকসভা কেন্দ্র রয়েছে। দিল্লির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা অনেকটাই নির্ভর করে এ রাজ্যের ফলাফলের উপর। গতবার এখানকার ৭৩টি আসনই জিতেছিল এনডিএ জোট। তার মধ্যে দুটি পেয়েছিল বিজেপির সহযোগী আপনা দল। বাকি ৭১টি আসনে বিজয়ী হয় বিজেপি। তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা। জোট করে লড়ছে এসপি এবং বিএসপি। শুধু তাই নয় উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের হয়ে প্রচারে নেমেছেন মায়াবতী। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করেছে কংগ্রেস।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া