X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইরানের সঙ্গে আলোচনায় বসছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ২৩:৩১আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২৩:৩৩

প্রথমবারের মতো বাগদাদে সৌদি আরবের সঙ্গে আলোচনায় বসছে ইরান। ইরাকের মধ্যস্থতায় অনুষ্ঠিতব্য এক সম্মেলনে সেখানে একত্রিত হবেন দুই দেশের প্রতিনিধিরা। শত্রুভাবাপন্ন এই দেশ ছাড়াও এ সম্মেলনে অংশ নেবে তুরস্ক, কুয়েত, জর্ডান ও সিরিয়া। মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিরতা নিরসনে শনিবার বাগদাদে একদিনের এ সম্মেলনের উদ্যোগ নিয়েছে ইরাক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

ইরানের সঙ্গে আলোচনায় বসছে সৌদি আরব শনিবার অনুষ্ঠিতব্য একদিনের এ সম্মেলনের সত্যতা নিশ্চিত করেছেন ইরাকি পার্লামেন্ট মুখপাত্র। এতে অংশগ্রহণকারী দেশগুলোর পার্লামেন্ট প্রধানরা এ আয়োজনে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। সিরিয়ার পার্লামেন্ট প্রধান হাম্মুদেহ সাব্বাগ ইতিমধ্যেই নিজ দেশের প্রতিনিধি দল নিয়ে ইরাকে পৌঁছেছেন।

এ সম্মেলনের নেপথ্যে মূল উদ্যোক্তা ইরাকের স্পিকার ৩৮ বছরের মোহাম্মদ আল-হালবুসি। তিনি চাইছেন এ অঞ্চলের দেশগুলো পাশাপাশি বসে আলোচনার মাধ্যমে যেন উত্তেজনার মাত্রা কমিয়ে আনতে সক্ষম হয়।

এ সম্মেলনের আয়োজক দেশ ইরাক ইরানের মিত্র হিসেবে পরিচিত। তবে গত কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গেও সম্পর্কোন্নয়নে মনোযোগী হয় বাগদাদ। সর্বশেষ দুইদিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার সৌদি আরব পৌঁছান ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি। সফরে সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ এবং দেশটির ডি ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসব সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্কসহ নানা বিষয়ে আলোচনা হয়।

রাজা, যুবরাজ ছাড়াও রাজপরিবারের সদস্যসহ সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গেও সাক্ষাতে মিলিত হন ইরাকি প্রধানমন্ত্রী। ছয় মাস আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সৌদি সফর। ইরাকি প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, তার সরকার সৌদি আরবের সঙ্গে সর্বক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে চায়। এই সফর সেই প্রত্যাশারই প্রতিফলন।

সাক্ষাৎকালে ইরাকের সাম্প্রতিক অগ্রগতি ও স্থিতিশীলতার প্রশংসা করেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরাকের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আনতে প্রস্তুত রয়েছে।

১৯৯০ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত দখলের পর সৌদি-ইরাক সম্পর্ক স্থবির হয়ে পড়ে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাক দখলের পর সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হলেও এ সময় বাগদাদ ইরানের দিকে ঝুঁকে পড়ে। ফলে সৌদি আরবের সঙ্গে শীতল সম্পর্ক তৈরি হয় দেশটির। তবে ২০১৪ সালে হায়দার আল আবাদি ইরাকের প্রধানমন্ত্রী হওয়ার পর সৌদি-ইরাক সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে উদ্যোগী হন। ২০১৯ সালের এপ্রিলের গোড়ার দিকে ফের বাগদাদ কনস্যুলেট চালু করতে সম্মত হয় রিয়াদ। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, মিডলইস্ট মনিটর।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়