X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

কাবুলে তথ্য মন্ত্রণালয় ভবনে হামলায় নিহত ৭, তালেবানের দায় অস্বীকার

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ২১:৪৯আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:৪৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে তথ্যমন্ত্রণালয় ভবনে বন্দুকধারীদের হামলা ও বিস্ফোরণে সাত জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। নিহতদের মধ্যে চার বেসামরিক ব্যক্তি ও তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া অপর আটজন আহত হয়েছে। কাতারে তালেবান বিদ্রোহী ও আফগান সরকারের মধ্যকার শান্তি আলোচনা স্থগিতের একদিন পর এই হামলার ঘটনা ঘটলেও গোষ্ঠীটি এই হামলার দায় অস্বীকার করেছে। কাবুলে তথ্য মন্ত্রণালয় ভবনে হামলায় নিহত ৭, তালেবানের দায় অস্বীকার

শনিবার কাবুলের ব্যস্ততম মধ্যাঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই এলাকায় শহরের সবচেয়ে জনপ্রিয় সেরেনা হোটেল ও অন্য কয়েকটি মন্ত্রণালয় ভবন এবং প্রেসিডেন্টের বাসভবন রয়েছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত সেরেনা হোটেলে এখনও বিদেশি পর্যটকেরা ব্যবহার করে থাকেন। আর ১৮ তলা উঁচু তথ্য মন্ত্রণালয় ভবন কাবুলের সর্বোচ্চ ভবনগুলোর একটি বলে মনে করা হয়।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মন্ত্রণালয়ের একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, তিন হামলাকারীর একজন ভবনের মধ্যে ঢুকে পড়তে সক্ষম হয়।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন তাদের গোষ্ঠী শনিবারের হামলায় দায়ী নয়। তালেবান ছাড়াও কাবুলে সম্প্রতি বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস এর আফগানিস্তান শাখা। তবে ওই গোষ্ঠীটি এখনও শনিবারের হামলার দায় স্বীকার করেনি।

শুক্রবার কাতারের সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউমানিটারিয়ান স্টাডিসের পরিচালক সুলতান বারাকাত এক টুইট বার্তায় তালেবান বিদ্রোহী ও আফগান সরকারের মধ্যকার আলোচনা স্থগিতের কথা জানান। এই আলোচনার আয়োজন করেছিল তার সংস্থাটি। বারাকাত জানান, আলোচনায় কে কে অংশ নেবেন তা নিয়ে বিতর্কের জেরে ওই শান্তি আলোচনা স্থগিত হয়।

 

/জেজে/
সম্পর্কিত
সীমান্ত শহরে জান্তার হামলা প্রতিহতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের
লোকসভা নির্বাচনের আগে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল
ইরানের আটক করা জাহাজে রয়েছেন ১৭ ভারতীয় ক্রু: এনডিটিভি
সর্বশেষ খবর
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই
ভোজ্যতেলের মূল্য নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীআগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০