X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় সিরিজ হামলায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ২১:২১আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২১:২৩

শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি হোটেলে সিরিজ বোমা হামলায় দুই শতাধিক নিহতের ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

শ্রীলঙ্কায় সিরিজ হামলায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

ডোনাল্ড ট্রাম্প প্রথম টুইটে লিখেছেন, শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩৮ জন নিহত ও মারাত্মকভাবে ৬০০ জনের বেশি আহতের ঘটনায় দেশটির জনগণের জন্য যুক্তরাষ্ট্রের জনগণের আন্তরিক শোক জানাচ্ছি। আমরা সহযোগিতার জন্য প্রস্তুত আছি।

ক্যাথলিক ধর্মালম্বীদের শীর্ষনেতা পোপ ফ্রান্সিস ইস্টার সানডে ডে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি হোটেলে সিরিজ বোমা হামলায় দেড় শতাধিক মানুষ নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। ভ্যাটিকানে ইস্টার সানডে উপলক্ষে জড়ো হওয়া জমায়েতের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানতে পারলাম আজকের ইস্টারের দিন শ্রীলঙ্কার গির্জা ও অন্য স্থানে ভয়াবহ হামলা মানুষের জন্য শোক নিয়ে এসেছে। এই নৃশংস সহিংসতায় প্রার্থনায় জড়ো হওয়া এবং অন্যান্য নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

পোপ ফ্রান্সিস আরও বলেন, যারা মর্মান্তিকভাবে মারা গেছেন এবং আহত হয়েছেন আমি ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করছি। আমি তাদের জন্যও প্রার্থনা করছি যারা এই ভয়াবহ ঘটনায় দুর্ভোগের শিকার হয়েছেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে পাঠানো এক শোক বার্তায় লিখেছেন, ইস্টার উদযাপনে জড়ো হওয়া মানুষের নৃশংস হামলার শিকার হয়েছেন। এটা দুঃখজনক।

টুইটারে এই হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি লিখেছেন, শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে সহিংসতার ঘটনা সত্যিকার অর্থেই মর্মান্তিক। এই দুঃসময়ে যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি আমার গভীর সহানুভূতি জানাচ্ছি। কাউকে যেন আতঙ্কের মধ্যে তাদের ধর্ম চর্চা করতে না হয় সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

নৃশংস এই হামলায় নিন্দা ও শোক জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী ভিয়ের বেটেল, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জিন-ক্লড জাংকার, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও রাজনীতিকরা।

/এএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া