X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কলম্বোতে নতুন বিস্ফোরণের শব্দ, আতঙ্কে স্থানীয়রা

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৯, ১৭:৪৯আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৭:৫৪
image

শ্রীলঙ্কার কলম্বোতে রবিবারের সিরিজ বোমা হামলায় বিধ্বস্ত সেইন্ট অ্যান্থনি চার্চের কাছ থেকে সোমবার (২২ এপ্রিল) নতুন বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি নিষ্ক্রিয়করণ ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা চালানোর সময় তা বিস্ফোরিত হয়। নতুন করে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে লোকজন এদিক সেদিক ছুটোছুটি শুরু করে।

সতর্ক অবস্থায় নিরাপত্তা বাহিনী
রবিবার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশেপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরণ চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৯০ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষ। রবিবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া স্থানগুলোর একটি ছিল সেইন্ট অ্যান্থনি চার্চ। সোমবার ওই চার্চের কাছে একটি গাড়িতে বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করে (বিশেষ টাস্ক ফোর্স) ও বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, ‘বিশেস টাস্ক ফোর্স (এসটিএফ) ও বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট যখন বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলো, তখন গাড়িটি বিস্ফোরিত হয়।’ পুলিশ জানিয়েছে, গাড়িটি হামলাকারীদের ছিল।

গার্ডিয়ানের প্রতিবেদক মাইকেল সাফি এলাকার আশেপাশেই ছিলেন। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে মানুষের ছুটোছুটির কয়েকটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন তিনি।

এদিকে সোমবার দেশটির প্রধান বাস স্টেশন থেকে ৮৭টি বোমার ডিটোনেটর উদ্ধার করেছে শ্রীলঙ্কার পুলিশ। রাজধানী কলোম্বোর ওই বাস স্টেশনে অভিযান চালিয়ে এই ডিটোনেটরগুলো উদ্ধার করা হয়।

/এফইউ/
সম্পর্কিত
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
সর্বশেষ খবর
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের