X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

শ্রীলঙ্কায় গুলিবিনিময়ে সন্দেহভাজন ৪ আত্মঘাতী হামলাকারী নিহত

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ১০:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১০:১৯

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় এলাকায় তল্লাশি অভিযানের সময়ে গুলিবিনিময়ে সন্দেহভাজন চার আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ ও সেনাবাহিনী।  শনিবার (২৭ এপ্রিল) সেনা মুখপাত্র সুমিত আতাপাত্তু জানিয়েছেন, কালমুনাই শহরের একটি বাড়িতে তল্লাশি চালানোর সময়ে বন্দুকধারীরা গুলি ছুঁড়লে সেনা সদস্যরা পাল্টা গুলি ছোঁড়ে। এতে দুই বন্দুকধারী ও এক বেসামরিক ব্যক্তি  নিহত হয়। তবে দেশটির পুলিশ জানিয়েছে, রাতভর গোলাগুলির পর মোট চার সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর মরদেহ পেয়েছে তারা। পুলিশের বিবৃতিতেও এক বেসামরিক নাগরিকের মৃতুর খবর পাশাপাশি বলা হয়েছে, আহত অবস্থায় আরও তিন সন্দেহভাজন হামলাকারী পালিয়েছে। ইস্টার সানডে’র হামলার পর যৌথ তল্লাশি অভিযান জোরালো করেছে শ্রীলঙ্কা

২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় ৩৫৯ জনের প্রাণহানির খবর বলে আসছিল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল)লঙ্কান সরকার দাবি করে  গণনার ভুল ও নিহতের পরিচয় উদঘাটনের জটিলতায় নিহতের সংখ্যা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রবিবারের হামলায় মোট নিহতের সংখ্যা ২৫৩ জন বলে এদিন জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভয়াবহ এই সিরিজ বোমা হামলার পর সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি জোরালো করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী কলম্বো থেকে ৩৭০ কিলোমিটার পূর্বাঞ্চলীয় শহর কালমুনাইয়ের একটি এলাকায় ইস্টার সানডে’র সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে শুক্রবার যৌথ তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনী। ওই অভিযানের সময়ে গোলাগুলির ঘটনা ঘটে বলে শনিবার জানায় পুলিশ ও সেনাবাহিনী। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য হতাহত হয়নি।

এই গোলাগুলির কয়েক ঘণ্টা আগে অপর একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাদরে ধারণা এই বাড়ি থেকেই ইস্টার সানডে’র হামলার দায় স্বীকার করে প্রচারিত ভিডিওটি ধারণ করা হয়েছিল। আইএস-এর বার্তা সংস্থা আমাক ওই ভিডিও বার্তা প্রকাশ করে। শুক্রবার রাতে এক বিবৃতিতে পুলিশ জানায়,  ভিডিও রেকর্ড করতে গ্রুপটির ব্যবহৃত ব্যাকড্রপটি খুঁজে পেয়েছি আমরা।

দেশটির টেলিভিশনে পুলিশের প্রচারিত ভিডিওতে আইএসের পোশাক ও পতাকা দেখিয়ে ওই বাড়ি থেকে এসব উদ্ধারের কথা জানানো হয়েছে। এছাড়াও ওই বাড়ি থেকে ১৫০ স্টিক বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম হিসেবে এক লাখ বল বিয়ারিং উদ্ধারের কথা জানানো হয়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
সর্বশেষ খবর
নিহত রাইসি: তদন্তে নামছে ইরান, ইসরায়েলিদের উচ্ছ্বাস
নিহত রাইসি: তদন্তে নামছে ইরান, ইসরায়েলিদের উচ্ছ্বাস
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সনদ সংগ্রহ আরও সহজ হবে
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সনদ সংগ্রহ আরও সহজ হবে
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া