X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যৌথ কাউন্সিল প্রতিষ্ঠায় সম্মত সুদানের সেনাবাহিনী ও বিক্ষোভকারীরা

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৯, ১৩:৩১আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৩:৩৬

সুদানের ক্ষমতাসীন সামরিক কাউন্সিল ও বিক্ষোভকারীদের জোট পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনায় একটি যৌথ কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। শনিবার ক্ষমতাসীন মিলিটারি ট্রানজিশনাল কাউন্সিল (টিএমসি) ও বিক্ষোভরতদের জোট ডিক্লারেশন অব ফ্রিডম অ্যান্ড ছেঞ্জেস ফোর্সের মধ্যে এক বৈঠকে এসংক্রান্ত সম্মতি প্রকাশ করা হয়েছে। সামরিক কাউন্সিলের মুখপাত্র শামস এলদিন কাবাসি কাতারের সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, বিপুল স্বচ্ছতা এবং উচ্চাঙ্ক্ষা নিয়ে আলোচনা শুরু হয় আর আমরা দেশের জন্য যৌথ সম্মতিতে পৌঁছেছি। খুব তাড়াতাড়ি এই বৈঠকের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে পারে বলে জানান তিনি। যৌথ কাউন্সিল প্রতিষ্ঠায় সম্মত সুদানের সেনাবাহিনী ও বিক্ষোভকারীরা

রুটি ও জ্বালানির দাম বাড়ানো কেন্দ্র করে গত ডিসেম্বরে শুরু হওয়া ওই বিক্ষোভের মুখে গত ১১ এপ্রিল ক্ষমতাচ্যুত হন সুদানের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশির।  তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নেয় দেশটির সামরিক কাউন্সিল। তবে ক্ষমতা কাঠামো থেকে বশির ঘনিষ্ঠদের সরানো এবং বেসামরিক সরকার প্রতিষ্ঠার দাবিতে সেনাকাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকে। এর জের ধরেই শনিবার আলোচনায়  বসে দুই পক্ষ।

সামরিক কাউন্সিলের মুখপাত্র শামস এলদিন কাবাসি বলেন, আলোচনা অব্যাহত থাকবে আর আমরা চূড়ান্ত ফলাফলের বিষয়ে আশাবাদী। যত তাড়াতাড়ি সম্ভব সুদানের জনগণের কাছে আমরা এই ফলাফল ঘোষণার বিষয়েও আশাবাদী।

এদিকে বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরে সুদানের সামরিক কাউন্সিলকে তিন মাসের সময় সীমা বেঁধে দেয় আফ্রিকান ইউনিয়ন। তবে আফ্রিকান ইউনিয়নের এই উদ্যোগ প্রত্যাখান করেছে দেশটির বিক্ষোভকারীরা।

সুদানের ন্যাশনাল উম্মাহ পার্টির প্রধান সাদিক আল মাহাদি বলেন, আফ্রিকান ইউনিয়নের কোনও সুপারিশের দরকার নেই সুদানের মানুষের। খার্তুমে এক সংবাদ সম্মেলনে সামরিক কাউন্সিলকে বিচক্ষণতা দিয়ে কাজ করার আহবান জানান আল মাহাদি। তিনি বলেন, কোনও দুঃশ্চিন্তা নিয়ে নয় বরং বিচক্ষণতা নিয়ে কাজ করুন। তিনি বলেন, আমরা আশাকরি পরিবর্তনকালে বেসামরিক কর্তৃপক্ষ জাতীয়, অর্থনেতিক এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, পরিবর্তনকালের পর অবশ্যই একটি স্বচ্ছ নির্বাচন হতে হবে।

খার্তুম থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা খবর দিয়েছেন সামরিক কাউন্সিলের ওপর চাপ অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা। গত তিন সপ্তাহ ধরে নতুন নতুন মানুষ বিক্ষোভে যোগ দিচ্ছে। এসব বিক্ষোভকারীরা বলছেন সেনা কর্তৃপক্ষ নয় বরং সুদানের সাধারণ মানুষেরাই তাদের ভবিষ্যত নির্ধারণ করবে।

 

/জেজে/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা