X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কায় বাড়তি নিরাপত্তা চাইলেন শতাধিক এমপি

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৯, ১৩:৪২আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৩:৪৩

২১ এপ্রিলের সিরিজ বিস্ফোরণের ঘটনায় এখনও যেন হতবিহ্বল শ্রীলঙ্কার মানুষ। উদ্বেগ-উৎকণ্ঠা তাড়া করে ফিরছে সাধারণ মানুষের মনে। ইতোমধ্যেই দেশটিতে আরও হামলার আশঙ্কা জানিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যেই পুলিশ জানিয়েছে, তাদের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছেন শ্রীলঙ্কার শতাধিক এমপি। তাদের মধ্যে দেশটির সরকারি ও বিরোধী উভয় দলের এমপিরা রয়েছেন। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে লঙ্কান সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস।

শ্রীলঙ্কায় বাড়তি নিরাপত্তা চাইলেন শতাধিক এমপি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এমপিরা তাদের বলেছেন যে, তারা নিরাপত্তা হুমকির মুখে রয়েছেন। কয়েকজন তাদের পরিবারের সদস্যদেরও নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ইতোমধ্যেই কয়েকজনকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও গাড়ি দেওয়া হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা আসলেই প্রয়োজন কি-না, তা নির্ধারণের জন্য হুমকি মূল্যায়ন করা হবে। ইতিমধ্যেই দেওয়া নিরাপত্তা সুরক্ষার জন্য যথেষ্ট কিনা তা-ও বিবেচনায় নেওয়া হবে।

এর আগে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, দেশটর সরকারি ও বিরোধী দলের ১৪ জন এমপি নিরাপত্তা হুমকির মুখে রয়েছেন।

২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এতে নিহত হন ২৫৩ জন। ভয়াবহ এই সিরিজ বোমা হামলার পর সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি জোরালো করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার তাদের অভিযানে কলম্বো থেকে ২০০ মাইল দূরত্বে একটি ‘‌‌বোমা তৈরির কারখানার’ সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে, বাড়িটি সুইসাইড ভেস্ট তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এটি উপকূলীয় সামানথুরাই এলাকায় অবস্থিত। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

ইতোমধ্যে দেশজুড়ে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। গ্রেফতার ও তল্লাশি অভিযান এবং ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে সেনারা দায়িত্ব পালন করবে। সূত্র: দ্য সানডে টাইমস।

/এমপি/
সম্পর্কিত
বুধবার ভারতজুড়ে যুদ্ধকালীন ‘মক ড্রিল’
আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রের উচিত হুমকি বন্ধ করা: চীন
দিল্লির লালকেল্লার মালিকানা দাবিতে আদালতে মুঘল বংশধর সুলতানা
সর্বশেষ খবর
ভারতের অরুণাচলে নিরাপদে পৌঁছেছে বাংলাদেশ দল
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপভারতের অরুণাচলে নিরাপদে পৌঁছেছে বাংলাদেশ দল
নারীদের নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
নারীদের নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান
অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান
তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?