X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অভিষিক্ত হলেন থাইল্যান্ডের নতুন রাজা

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৯, ১৪:৩৭আপডেট : ০৪ মে ২০১৯, ১৪:৪৭

তিন দিনব্যাপী অভিষেক অনুষ্ঠানের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন থাইলান্ডের নতুন রাজা মহা ভাজিরালংকর্ন। ২০১৬ সালে রাজা আদুল্যাদেজের মৃত্যুর পর নতুন রাজা মনোনীত হন তার ছেলে ভাজিরালংকর্ন। অভিষেকের মাত্র কয়েক দিন আগে আকস্মিকভাবে নিজের দেহরক্ষী বাহিনীর ডেপুটি প্রধান সুথিদার সাথে ভাজিরালংকর্নের বিয়ের ঘোষণা দেয় রাজপ্রাসাদ। থাইলান্ডের নতুন রাজা মহা ভাজিরালংকর্ন

২০১৬ সালের ১৩ অক্টোবর বিশ্বের সবথেকে দীর্ঘ সময়ের রাজতন্ত্র ধরে রাখা থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুল্যাদেজ-এর জীবনাবসান হয়। এদিন রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিরাজ হাসপাতালে রাজা মহোদয়ের জীবনাবসান হয়েছে।’ বাবার মৃত্যুতে শোক পালন করার জন্য নিজের রাজ অভিষেক অনুষ্ঠান পিছিয়ে দিতে চেয়েছিলেন যুবরাজ মহা ভাজিরালংকর্ন। রাজার মৃত্যুর পর যুবরাজের সঙ্গে দেখা করার পর থাই জান্তা সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওঁচা জানিয়েছিলেন থাইল্যান্ডে সরকারিভাবে এক বছরের শোক পালন করা হবে। সেই শোক পালন শেষ হওয়ার পর শনিবার থেকে শুরু হয়েছে নতুন রাজার তিন দিনের অভিষেক অনুষ্ঠান।

শনিবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন রাজার মাথায় ৭ দশমিক ৩ কেজি ওজনের রাজমুকুট পরিয়ে দেওয়া হয়। এরপরই তিনি প্রথম রাজ ফরমান জারি করেন। এতে তিনি ন্যায়পরায়ণতার সাথে রাজত্ব পরিচালনার প্রতিশ্রুতি দেন। ৬৯ বছর আগে তার বাবাও একই ধরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

১৯৫২ সালে ব্যাংককের রাজপরিবারে জন্ম হয় রাজা মহা ভাজিরালংকর্নের। স্কুলজীবনটা যুক্তরাজ্যেই কেটেছে তারা। পড়াশোনা করেছেন মিড স্কুল ও মিলফিল্ড স্কুলে। পরে অস্ট্রেলিয়ার রয়েল মিলিটারি কলেজে পড়াশোনা করেন তিনি। ভাজিরালংকর্নের কর্মজীবনের বেশিরভাগ সময় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিয়ে কাটিয়েছেন। পরে মিলিটারি টাইটেল ও পাইলট লাইসেন্স অর্জন করেন তিনি। জার্মানিতে বেশিরভাগ সময় কাটানোর পর বাবার অসুস্থতার খবরে বাড়ি ফিরে যান ভাজিরালংকর্ন।

তা সত্ত্বেও থাইল্যান্ডের মানুষের কাছে খুব একটা জনপ্রিয় নন ভাজিরালংকর্ন। রাজোচিত গুণাবলীর জন্য তিনি যতটা না প্রশংসিত তার চেয়ে পোশাক পরিধানের ধরন, সম্পর্কজনিত কেলেঙ্কারি, তার বৈবাহিক জীবন সব মিলিয়ে তার বিরুদ্ধে বিতর্কটাই বেশি।

সাংবিধানিক রাজতন্ত্রের দেশ থাইলান্ডে রাজ পরিবারকে সম্মানের চোখে দেখা হয়। ক্ষমতার রক্ষাকবচ হিসেবে দেখা হয় রাজপরিবারকে। রাজপরিবারের বিরুদ্ধে সমালোচনা নিয়ন্ত্রণ করতে দেশটিতে কার্যকর রয়েছে রাজতন্ত্র অবমাননা নিরোধ আইন। এই আইনের মাধ্যমে জনগণের মতামত ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত থেকে সুরক্ষা পান রাজ পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন:  কেমন হবেন থাইল্যান্ডের নতুন রাজা?

/জেজে/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা