X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৯, ১৫:৩৩আপডেট : ০৯ মে ২০১৯, ১৯:৩৩
image

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক চুক্তি থেকে ইরান আংশিকভাবে সরে আসার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন এ ঘোষণা দেওয়া হলো। লোহা, স্টিলসহ ইরানের গুরুত্বপূর্ণ রাজস্ব খাত বলে বিবেচিত কিছু শিল্প পণ্যের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। হোয়াইট হাউসের বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

ট্রাম্প ও রুহানি
গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা চলছে। ইরানের কাছ থেকে ‘সমস্যাপূর্ণ ইঙ্গিত ও সতর্কতা’র জবাবে মধ্যপ্রাচ্যে বিমান ও বোমা হামলাকারীদের মোতায়েনের ঘোষণা দেওয়ার পর এ উত্তেজনা তৈরি হয়। এরমধ্যেই বুধবার পারমাণবিক চুক্তি থেকে আংশিকভাবে সরে আসার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তি বাস্তবায়নের জন্য দেশগুলোকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কবল থেকে সুরক্ষা দিতে না পারলে আরও পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইরান।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ইরানের লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম ও কপার খাতে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। এসব পণ্য ইরান সরকারের অ-পেট্রোলিয়াম খাত থেকে রফতানি রাজস্ব পাওয়ার বৃহত্তর উৎস। দেশটির মোট রফতানি আয়ের ১০ শতাংশ আসে এসব পণ্য থেকে। ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, ‘মৌলিকভাবে আচরণ না বদলানো পর্যন্ত তেহরানের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।’

ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় আসা ইরানি পণ্যগুলো ক্রয়, অধিগ্রহণ, বিক্রি, পরিবহন কিংবা বিপণন নিষিদ্ধ। এসব খাতে ব্যবহৃত হয় এমন কোনও গুরুত্বপূর্ণ পণ্য ও সেবা ইরানকে সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসতে হবে। ইরানের সঙ্গে এসব ধাতব শিল্প খাতে লেনদেন সংক্রান্ত কাজগুলো শেষ করার জন্য (ব্যবসার সমাপ্তি) প্রতিষ্ঠানগুলোকে ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। পাশাপাশি হুঁশিয়ার করে বলা হয়েছে, কেউ যদি ৮ মে’র পর থেকে ইরানের সঙ্গে এসব শিল্প পণ্য নিয়ে নতুন ব্যবসা শুরু করে তবে তাকে ব্যবসা সমাপ্তিমূলক কার্যক্রম হিসেবে বিবেচনা করা হবে না।

২০১৫ সালের জুনে তেহরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ৬ জাতিগোষ্ঠী চুক্তি স্বাক্ষর করে। ভিয়েনায় নিরাপত্তা পরিষদের ৫ সদস্য রাষ্ট্র (পি-ফাইভ) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি (ওয়ান) চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তারা। বিনিময়ে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হয়। পূর্বসূরী ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে গত বছরের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো এ সমঝোতা বাস্তবায়নের কথা মুখে বললেও কার্যত তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করে আসছে ইরান। যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এবং নিজেদের প্রতিশ্রুতি পালনে ইউরোপীয় দেশগুলোর ব্যর্থতার বিরুদ্ধে হতাশা জানিয়ে ৮ মে চুক্তিটি থেকে আংশিক সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। তেহরানে নিযুক্ত ফ্রান্স,যুক্তরাজ্য,জার্মানি, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের রুহানির স্বাক্ষরিত চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পরমাণু সমঝোতা বা জেসিপিওএ’র কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে তেহরান। সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারী পানি মজুদ সংক্রান্ত প্রতিশ্রুতি ইরান আর মানবে না।

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
যেকোনও ইসরায়েলি হামলা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: ইরান
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন