X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মমতার থাপ্পড়কে আশীর্বাদ হিসেবে নিতে চাইলেন মোদি

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৯, ১৯:৪৭আপডেট : ০৯ মে ২০১৯, ২১:১৮
image

নরেন্দ্র মোদিকে ‘কষে গণতন্ত্রের থাপ্পড়’ দিতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়; পশ্চিমবঙ্গে এসে এবার সেই থাপ্পড়কেই ‘আশীর্বাদ’ হিসেবে নিতে চান বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী। তৃণমূল নেত্রীর প্রতি ‘দিদি’ সম্বোধন ও শ্রদ্ধা প্রদর্শনের কথা জানিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই শীর্ষ নেতা চিটফান্ড কেলেঙ্কারি ও চাঁদাবাজি নিয়ে তাকে কটাক্ষ করেন। আনন্দবাজার ও এনডিটিভি’র খবর থেকে এসব তথ্য জানা গেছে।

মমতা ও মোদি

সাত দফার প্রত্যেক পর্বেই পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনে লোকসভার নির্বাচন; এ ভোট ঘিরেই সম্প্রতি মমতা-মোদির বাগযুদ্ধ জমে উঠেছে। পঞ্চম দফা ভোটের আগে শনিবার এক জনসভায় পশ্চিমবঙ্গের মানুষ ‘ট্রিপল টি- তৃণমূল, তোলাবাজি, ট্যাক্সের’ দৌরাত্ম্যে অতিষ্ঠ বলে মন্তব্য করেন মোদি।

মোদির মন্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার তৃণমূলের প্রচার সমাবেশে মমতা বলেন, “টাকা আমার কাছে ব্যাপার না। এ কারণে যখনই নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে আসেন এবং আমার দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন, তখনই আমার তাকে কষে গণতন্ত্রের থাপ্পড় মারতে ইচ্ছে হয়।”

বৃহস্পতিবার পুরুলিয়ায় এক নির্বাচনি সমাবেশে মোদি তার বক্তব্যের প্রায় পুরোটাজুড়েই পশ্চিমবঙ্গে দুঃশাসন ও দুর্নীতির জন্য তৃণমূলকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। বলেন, “আমাকে বলা হয়েছে দিদি আমাকে থাপ্পড় মারতে চান। দিদি, ও দিদি। আমি আপনাকে দিদি ডাকি, আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনার থাপ্পড়ও আমার জন্য আশীর্বাদ হবে।”

“আমি (থাপ্পড়) মেনে নেবো, কিন্তু একই সঙ্গে এও বলবো, আপনার যদি সাহস থাকতো সহকর্মীদের থাপ্পড় মারার, যারা চিটফান্ডের মাধ্যমে গরিবের টাকা লুট করেছে, তাহলে এতটা ভয় পেতে হতো না আপনাকে। আপনার যদি তোলাবাজদের থাপ্পড় মারার সাহস থাকতো, তাহলে এই যে ট্রিপল টি- টিএসসি, তোলাবাজি, ট্যাক্স- এগুলো আপনাকে পথে বসাতো না”- বলেন মোদি।

তিন দশকের বামশাসন ছারখার করে দিয়ে ২০১১ সালে ক্ষমতায় বসা তৃণমূলকে এবারই প্রথম বিজেপি’র আগ্রাসী প্রচার মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। সাত দফার এবারের লোকসভা নির্বাচন শেষ হবে ১৯ মে। ফলাফল পাওয়া যাবে ২৩ মে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা