X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারতে ব্রিটিশ কারি শিল্পকে তুলে ধরতে এক বাংলাদেশির উদ্যোগ

অদিতি খান্না, যুক্তরাজ্য
১২ মে ২০১৯, ০২:১৭আপডেট : ১২ মে ২০১৯, ০২:২৩

বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ও যুক্তরাজ্যভিত্তিক সাময়িকি ‘কারি লাইফ’ এর সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ ব্রিটিশ কারি শিল্পকে দক্ষিণ এশিয়া ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, চলতি বছরই কলকাতায় এক উৎসবে তিনি ব্রিটিশ কারি শিল্পকে সবার সামনে তুলে ধরবেন।

কারি লাইফের প্রতিষ্ঠাতা সৈয়দ বেলার আহমেদ(বামে) ও সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্যের অর্থনীতিতে দেশটির কারি শিল্পের উল্লেখযোগ্য অবদান রয়েছে। অর্থনীতিতে এর আনুমানিক অবদান ৩ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড। উল্লেখযোগ্য সংখ্যক রেস্টুরেন্ট বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশদের দ্বারা পরিচালিত।

যুক্তরাজ্যের সেরা সব রন্ধনশিল্পীদের নিয়ে ১ জুলাই কলকাতার অনুষ্ঠিতব্য উৎসবে ‘ব্রিটিশদের সেরা’টা তুলে ধরতে চান বেলাল আহমেদ। তিনি বলেন, আশা করি এই উৎসবে শুধু ব্রিটিশ রান্নার সেরাটাই নয় বরং ভারতীয় রন্ধনশিল্পীদের সঙ্গে কাজ করে নতুন কিছু তৈরি হবে। কলকাতার রাজকুটির পাঁচ তারকা হোটেলে ৮ জুলাই পর্যন্ত চলবে দ্য টেস্ট অব ব্রিটেন কারি ফেস্টিভাল নামের এই উৎসব। এর উদ্দেশ্য হলো গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় রন্ধনশিল্পীদের হাতে গড়ে ওঠা রন্ধনপ্রণালী বৈশ্বিকভাবে উপস্থাপন করা। ইতোমধ্যে এই উৎসব ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে অনুষ্ঠিত হয়েছে।

কোবরা বিয়ার এর প্রতিষ্ঠাতা লর্ড কারান বিলমোরিয়া বলেন, ব্রেক্সিটের এই সময়ে আমরা যখন ব্রিটিশ বাণিজ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছি তখন ব্রিটিশ কারি তুলে ধরার এর চেয়ে ভালো সময় আর হয় না।

আয়োজকরা জানান, খাবারের মেন্যুতে ঐতিহ্যবাহী ব্রিটিশ খাবারের সঙ্গে চিকেন টিক্কা কিংবা ঝালফ্রেজির মতো মসলাযুক্ত খাবারও উপস্থাপন করা হবে। ব্রিটিশ দলটির নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাজ্যের শীর্ষ রন্ধন শিল্পী মার্ক পয়েন্টন। তিনি ‘বেস্ট অব ব্রিটিশ’ মেন্যু প্রদর্শন করবেন আর বাংলাদেশি দলটি করবে ব্রিটিশ কারি। এই দলে রয়েছেন কেন্ট এর তাজ কুইজাইনের প্রধান পৃষ্ঠপোষক আবুল মনসুর, রোশনি রেস্টুরেন্টের আমির আলি, ডারহাম কাউন্টির ক্যাপিটাল রেস্টুরেন্টের সৈয়দ জহুরুল ইসলাম ও সানবারির শাহিন রেস্টুরেন্টের শাহিন মিয়া। এছাড়া খাবারের মান যাচাইয়ে খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ শামসুল ইসলামও থাকবেন।

পয়েন্টন বলেন, আমি কলকাতায় ভালো মানের ব্রিটিশ খাবার উপস্থাপনের জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত সবাই দারুণ উপভোগ করবেন।

রাজকুটিরের প্রধান সুব্রত দেবনাথ বলেন, আমরা টেস্ট অব ব্রিটেন কারি ফেস্টিভাল আয়োজন করে ও ব্রিটিশ রন্ধনশিল্পীদের আমন্ত্রিত করতে পেরে আনন্দিত।

বেলাল আহমেদের ‘কারি লাইফ’ সাময়িকিটি ব্রিটিশ কারি শিল্পের মুখপত্র হিসেবে স্বীকৃত। বাংলাদেশি ও ভারতীয় হাজার হাজার রেস্টুরেন্টের এক লাখেরও বেশি পাঠক এই ম্যাগাজিনটি পড়েন।

 

/এমএইচ/
সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন