X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলমানদের দোকানে হামলা

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৯, ০২:০৫আপডেট : ১৪ মে ২০১৯, ০৫:৫৬

শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলমানদের দোকানে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। সম্প্রদায়িক সংঘর্ষ এড়াতে দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে। সোমবার (১৩ মে) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত ২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে গির্জা ও কয়েকটি হোটেলে হামলার পর, পুনরায় উত্তেজনা সৃষ্টির পরিপ্রেক্ষিতে দেশটিতে কারফিউ জারি করা হলো।

হামলায় ক্ষতিগ্রস্ত একটি ঘর (ছবি: রয়টার্স) ২১ এপ্রিল জঙ্গিগোষ্ঠী রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালায়। যাতে আড়াইশরও বেশি মানুষ নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস। এর পর থেকে দেশটির সংখ্যালঘু মুসলমানরা ভয়ভীতির মধ্যে রয়েছেন।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কয়েকজন মুসলমান জানিয়েছেন, তাদের মসজিদ, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান আবারও হামলার শিকার হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কোটামপিটিয়ার একজন মুসলিম রয়টার্সকে বলেন, ‘কয়েকশ হামলাকারী হামলা চালায়। তারা আমাদের মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে, দোকানগুলো গুড়িয়ে দিয়েছে। কিন্তু পুলিশ ও সেনাবাহিনী শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।’

তিনি বলেন, ‘ আমরা যখন বাড়ি থেকে বের হতে গেছি। তখন পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমাদের বাড়ির ভেতরে থাকতে বলেছে।’

রুয়ান গুনাসেকারা নামে পুলিশের একজন কর্মকর্তা জানান, রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
দেশটির কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য আদান-প্রদানকারী অ্যাপস যেমন, হোয়াটসঅ্যাপ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দেশটির একটি এলাকায় ফেসবুকে দেওয়া স্ট্যাটাস নিয়ে বিবাদ সৃষ্টি হওয়ার পর, এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পুলিশ সূত্র জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে দাঙ্গা দেখা দিলে, তা মেটানোর জন্য পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

শ্রীলঙ্কায় প্রায় ২ কোটি ২০ লাখ লোকের বসবাস। যার মাত্র ১০ শতাংশ মুসলিম।

ঘটনাস্থল থেকে রয়টার্সের একজন সংবাদদাতা জানান, তিনি উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মাদুল্লা শহরে কয়েকজন সিংহলী যুবককে দেখেছেন, যারা লাঠি ও রড হাতে ছোটাছুটি করছে। তারা যখন আব্বারা মাজিদ মসজিদে হামলা চালায় তখন ওই মসজিদের সামনে একজন মুসলমানকে দাঁড়িয়ে থাকতে দেখনে তিনি।’

রয়টার্সের এই সংবাদদাতা জানান, অনেক মুসলমানের মধ্যে উদ্বেগ লক্ষ করা গেছে। কেউ কেউ পরিস্থিতিতে ভেঙে পড়ছেন। তবে যুবকদের কারও কারও দুপুর ২টার দিকে কারফিউয়ের আগে রড হাতে মোটরবাইকে করে মহড়া দিতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। ওই হামালায় আড়াইশরও বেশি মানুষ মারা যান। লঙ্কান কর্তৃপক্ষ হামলার জন্য স্থানীয় উগ্রবাদী গোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাতকে দায়ী করে । তবে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক