X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হলোকাস্ট নিয়ে মন্তব্য করে ট্রাম্প শিবিরের রোষানলে রশিদা তালিব

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৯, ১৯:২৮আপডেট : ১৪ মে ২০১৯, ১৯:৩২
image

হলোকাস্ট নিয়ে মন্তব্য করে রিপাবলিকান রোষানলে পড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রশিদা তালিব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা রশিদার হলোকাস্ট সংক্রান্ত মন্তব্যকে এরইমধ্যে ইহুদিবিদ্বেষী বলেন আখ্যা দিয়েছেন। তবে সোমবার (১৩ মে) নবনিযুক্ত এ কংগ্রেস সদস্যের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট সদস্যরা।

রশিদা তালিব
গত বছরের আগস্টে প্রথম মুসলিম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য নির্বাচিত হন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব। মিশিগানের এ ডেমোক্র্যাট নেতা সম্প্রতি ইয়াহু নিউজকে সাক্ষাৎকারে দেন। তার কাছে ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্র নীতিভিত্তিক সমাধান নিয়ে জানতে চাওয়া হয়। জবাবের শুরুতে সম্প্রতি উদযাপিত হলোকাস্ট স্মরণ দিন-এর কথা উল্লেখ করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলারের চালানো হত্যাযজ্ঞের নাম 'হলোকাস্ট'। এর প্রধান শিকার ইহুদিরা হলেও বহু সাধারণ মানুষ এতে নিহত হন। ইহুদি ছাড়াও সোভিয়েত ইউনিয়নের যুদ্ধবন্দী, কমিউনিস্ট, রোমানীয় ভাষাগোষ্ঠীর (যাযাবর) মানুষ, অন্যান্য স্লাবিক ভাষাভাষী জনগণ, প্রতিবন্ধী, সমকামী পুরুষ এবং ভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের মানুষদের ওপর এই গণহত্যা পরিচালিত হয়।

রশিদা বলেন, ‘আমি সবসময় বলি যে যখনই হলোকাস্ট ও হলোকাস্টের ট্রাজেডির কথা চিন্তা করি তখনই প্রশান্তি বোধ হয়। বাস্তবতা হলো আমার পূর্বসূরী ফিলিস্তিনিরা তাদের ভূমি হারিয়েছে, তাদের জীবন হারিয়েছে, জীবন-যাপনের উপকরণ হারিয়েছে, মর্যাদা নষ্ট হয়েছে, বিভিন্নভাবে তাদের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে, কিছু মানুষের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে।

রশিদা বলতে থাকেন, ‘আর এর সবই করা হয়েছে হলোকাস্ট পরবর্তী, ওই ট্রাজেডি পরবর্তী এবং বিশ্বজুড়ে ইহুদি নিপীড়নের সময়ে ইহুদিদের জন্য নিরাপদ স্বর্গ তৈরি করার জন্য। আর আমার পূর্বসূরীরা বিভিন্নভাবে তা হতে দিয়েছে এবং তা ভাবলে আমার ভালো লাগে। তবে এর জন্য তাদেরকে মানবিক মর্যাদা বিসর্জন দিতে হয়েছে, তাদের উপর তা চাপিয়ে দেওয়া হয়েছে। যখন আমি এক রাষ্ট্রের কথা চিন্তা করি তখন আমি এ সত্যের কথা ভাবি যে কেন আমরা তা ভালোভাবে করতে পারি না?’   

শুক্রবার (১০ মে) সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পর অনলাইনে এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। তার বক্তব্যকে ইহুদি-বিদ্বেষী আখ্যা দেয় রিপাবলিকানরা। ট্রাম্পও এ নিয়ে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘হলোকাস্ট নিয়ে ভয়াবহ ও স্পর্শকাতর বক্তব্য দিয়ে ডেমোক্র্যাট প্রতিনিধি তালিব নিন্দাজনক কাজ করেছেন। ইসরায়েল ও ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করেন তিনি। তিনি যা বলেছেন তা আমি বললে কী হয়ে যেতো আপনারা কল্পনা করতে পারেন কি?’

ডেমোক্র্যাট দলীয় হাউস মেজরিটি লিডার স্টেনি হোয়ের রশিদা তালিবের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আপনারা যদি রশিদা তালিবের বক্তব্যটি পড়েন তাহলে স্পষ্ট করে বুঝতে পারবেন যে ট্রাম্প ও রিপাবলিকান কংগ্রেস সদস্যরা একে প্রসঙ্গের বাইরে টেনে নিয়ে যাচ্ছে। তাদেরকে এ কাজ বন্ধ করতে হবে এবং তারিবের কাছে ক্ষমা চাইতে হবে।’

আরেক ডেমোক্র্যাট নেতা ড্যান কিলডি ফক্স নিউজকে বলেন, ‘অবশ্যই আমি মনে করি না তিনি ইসরায়েল কিংবা ইহুদিদের ঘৃণা করেন। তিনি বিদ্বেষী মানুষ নন।’

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা