X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে প্রথমবারের মতো নিলামে বাংলাদেশি শিল্পীর ভাস্কর্য

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৭ মে ২০১৯, ২১:৩৪আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৫০

বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি’র একটি নিলামে প্রথমবারের মতো স্থান পেতে যাচ্ছে যুক্তরাজ্যে বসবাসরত একজন বাংলাদেশি শিল্পীর একটি ভাস্কর্য। আগামী মাসে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠানটির ‘দক্ষিণ এশিয়ার আধুনিক ও সমসাময়িক শিল্প’ শীর্ষক নিলামে স্থান পাবে রানা বেগম নামের ওই শিল্পীর একটি অনন্য ভাস্কর্য। স্টিলের তৈরি ‘নাম্বার ৪২৬’ নামের এই ভাস্কর্যটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ হাজার ইউরো। রানা বেগমের সঙ্গে এই নিলামে থাকবে মকবুল ফিদা হুসেন, ফ্রান্সিস নিউটন সুজার মতো প্রখ্যাত শিল্পীদের কাজ। বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী রানা বেগম

রানা বেগমের জন্ম বাংলাদেশে। কিন্তু তার বসবাস ও কাজ লন্ডনে। শিল্পকর্মের মধ্য দিয়ে চিত্রকলা, ভাস্কর্য ও স্থাপনার মধ্যকার দেয়াল মুছে দিয়েছেন। তার শিল্পকর্ম বহু পুরস্কারও পেয়েছে।

নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি’র এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথমবারের মতো ব্রিটেনভিত্তিক বাংলাদেশি শিল্পী রানা বেগমের স্টিলের ভাস্কর্যকে নিলামে অংশ নেওয়ার প্রস্তাব দিচ্ছে ক্রিস্টি।

বিবৃতিতে বলা হয়েছে, রানা বেগম শিল্পকর্মে এমন এক অনন্য শোভা সৃষ্টি করেছেন যাতে তিনি চিত্রকলা, ভাস্কর্য ও স্থাপনা মাধ্যমের বিচ্ছুরণ ঘটিয়েছেন। আর অতি সম্প্রতি তার কর্ম ২০১৮ সালের ফ্রিজ ভাস্কর্য পার্কে প্রদর্শিত হয়েছে।

জনপ্রিয় শিল্পী রানা বেগম বলেন, ‘আমি দেখেছি উদ্ভাবনী প্রক্রিয়ার কোনও সীমানা নেই। আমার কাছে বিভিন্ন মাধ্যম দৃশ্যমান অভিজ্ঞতার মধ্য দিয়ে সংযু্ক্ত’।

ক্রিস্টির দক্ষিণ এশিয়ার শিল্প নিলামে লন্ডনে আগামী ১১ জুন রানা বেগমের কাজের পাশাপাশি বহু বিখ্যাত শিল্পীর কাজও পর্যবেক্ষকদের নজরে আসবে। ইউরোপ, এশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে ব্যক্তিগত সংগ্রহ এই নিলামে অংশ নেবে।

সম্প্রতি তুরস্কের ইস্তানবুল মডার্ন জাদুঘরের মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল আর্টিস্ট রেসিডেন্সি কর্মসূচির জন্য রানা বেগমসহ আরও ৯ শিল্পীর নাম ঘোষণা করা হয়েছে। ছয় সপ্তাহ ইস্তানবুলে অবস্থানের সময়ে স্থানীয় শিল্পীদের সঙ্গে কাজ করবেন তিনি। তাদের উদ্ভাবিত শিল্পকর্ম ২০২০ সালে ইস্তানবুল মডার্ন-এ প্রদর্শিত হবে।

/জেজে/এএ/
সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন