X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বুথফেরত জরিপের ফলাফলে বিরোধীদের মহাঐক্যের প্রচেষ্টায় হোঁচট?

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৯, ১৩:৩৫আপডেট : ২০ মে ২০১৯, ১৩:৪৩

বিজেপি বিরোধী মহাজোট গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবারের পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিচ্ছেন না বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন দলীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। তারা ইঙ্গিত দিয়েছে, বিজেপি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে বিরোধী দলগুলোর পক্ষ থেকে মহাঐক্যের যে প্রচেষ্টা চলছিল, বুথফেরত জরিপে ক্ষমতাসীনদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আভাস মেলায় তা বাধার মুখে পড়েছে। বুথফেরত জরিপের ফলাফলে বিরোধীদের মহাঐক্যের প্রচেষ্টায় হোঁচট?

বিজেপিবিরোধী মহাজোট সরকার গঠনের লক্ষ্য নিয়ে তৎপর ছিল বিরোধীরা। শেষ দফার ভোটগ্রহণের আগেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু,  বিজেপিবিরোধী জোট গঠনকে সর্বাগ্রে স্থান দেওয়ার কথা জানান। ঐক্য প্রচেষ্টার অংশ হিসেবে নির্বাচনি ফল ঘোষণার (২৩ মে) ২ দিন আগে ২১ মে বিরোধী দলগুলোর বৈঠকের দিন নির্ধারণ করা হয়। তবে রবিবার শেষ ধাপের নির্বাচনের পর প্রকাশিত বুথ ফেরত জরিপে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও বিজয়ী হওয়ার আভাস মিলেছে।

জরিপের ফল প্রকাশের একদিনের মাথায় বহুজন সমাজ পার্টি নিশ্চিত করলো, ২১ তারিখের ওই বৈঠকে মায়াবতী অংশ নিচ্ছেন না। এর আগে ইউপিএ জোট নেতা সোনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর বৈঠকের কথা জানা গিয়েছিল। তবে সোমবার বহুজন সমাজবাদী পার্টির নেতা সতিশ চন্দ্র মিশ্র বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ‘আজ মায়াবতীর দিল্লিতে কোনও কর্মসূচি বা বৈঠক নেই। তিনি লক্ষ্নৌতে থাকবেন’।

বিরোধীদের কৌশলগত জোট গঠন প্রক্রিয়ায় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুর তৎপরতা বেশি হলেও জোটের মশাল রয়েছে ইউপিএ-নেতা সোনিয়া গান্ধীর হাতে। নিউজ ১৮ এর খবরে বলা হয়, নির্বাচনের ফল ঘোষণার আগে-পরে তিনি সম্ভাব্য শরিকদের সাথে আলোচনা করবেন।

নাইডু শনিবার রাহুল গান্ধী, মায়াবতী ও তার জোটসঙ্গী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন। বিরোধীদের সাথে জোট গঠনে আগ্রহ প্রকাশ করলেও নিজের প্রধানমন্ত্রী পদের ব্যাপারে খোলাখুলি ইচ্ছা প্রকাশ করেছেন মায়াবতী। তাতে তিনি সমর্থন পেয়েছেন জোটসঙ্গী অখিলেশ যাদব-এর। ওদিকে বিজেপি বিরোধী জোট সরকার গঠনের স্বার্থে প্রয়োজনে প্রধানমন্ত্রিত্ব প্রশ্নে ছাড় দেওয়ার কথা আগেই জানিয়ে রেখেছে কংগ্রেস।  

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা