X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে আধাসামরিক বাহিনীর ২০ হাজার সদস্য মোতায়েন

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৯, ০০:৪৭আপডেট : ২৩ মে ২০১৯, ০০:৫৬

নির্বাচনের ফল প্রকাশ ঘিরে সহিংসতার আশঙ্কায় পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে আধাসামরিক বাহিনীর ২০ হাজার সদস্য মোতায়েন করেছে ভারতের নির্বাচন কমিশন। কেন্দ্রীয়  স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গে আরও সহিংসতার আশঙ্কা জানানোর পর এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজ্যের ৫৮টি ভোট গণনাকেন্দ্রের পাহারায় ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ফল পরবর্তী সহিংসতা ঠেকাতে আরও ২০০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সবমিলিয়ে পশ্চিমবঙ্গে মোট ২০ হাজার আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পশ্চিমবঙ্গে আধাসামরিক বাহিনীর ২০ হাজার সদস্য মোতায়েন

সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গত ১৯ মে। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই (২৩ মে) ঘোষণা শুরু হবে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল। এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্য। ২০১১ সালে বামফ্রন্টের তিন দশকের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসকে এবার চ্যালেঞ্জ জানাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। এনিয়ে সৃষ্ট উত্তেজনায় বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে।

শেষ দফায় ভোটগ্রহণ শেষে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকায় বোমা বিস্ফোরণসহ কয়েক দফায় সহিংসতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের এক নেতার ওপর হামলার ঘটনাও ঘটেছে।  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা ফল প্রকাশের পর সহিংসতার ঘটনা আরও বাড়তে পারে। ফল প্রকাশ সামনে রেখে বুধবার সবগুলো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা পাওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের তরফ থেকে সব জেলাপ্রশাসক ও জেলা পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে।

সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নদিয়া এবং মালদহ জেলায়। জেলা দুটি ছাড়াও রাজ্যের রাজধানী কলকাতায় মোতায়েন থাকবে দশ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পশ্চিম মেদিনীপুরে থাকবে ৯ কোম্পানি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা বা রাজ্য পুলিশের তদারকিতে কাজ করবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর এসব সদস্যরা।

 

/জেজে/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক