X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এখন পর্যন্ত পদত্যাগের প্রস্তাব দেননি রাহুল গান্ধী: কংগ্রেস

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৯, ১৪:২৯আপডেট : ২৫ মে ২০১৯, ১৫:৩৪

লোকসভা নির্বাচনে পরাজয়ের দায়ভার নিয়ে প্রেসিডেন্টের পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাব দেওয়ার খবর অস্বীকার করেছে কংগ্রেস। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়, শনিবার সকালে শুরু হওয়া কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ওয়ার্কিং কমিটির বৈঠকে নিজের পদত্যাগের প্রস্তাব দেন রাহুল। কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়, বৈঠকে প্রত্যাখান করা হয় রাহুলের প্রস্তাব। তবে বৈঠকের মাঝপথে কংগ্রেস মুখপাত্র রন্দিপ সিং সুরজেওয়ালা সাংবাদিকদের জানান, রাহুলের পদত্যাগের প্রস্তাব দেওয়ার খবর সত্য নয়। বৈঠকে এখন পর্যন্ত  এধরনের কোনও প্রস্তাব দেননি তিনি।




কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী

গত ২৩ মে ঘোষিত ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে মাত্র ৫২টি আসনে জয় পেতে যাচ্ছে কংগ্রেস। ২০১৪ সালের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করে দলটি মাত্র ৪৪ আসন পেয়েছিল। সেবারও দলের প্রচারণায় নেতৃত্ব দিয়েছিলেন নেহরু-গান্ধী পরিবারের তরুণ উত্তরাধিকারী রাহুল। এবারের নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো শোচনীয় পরাজয়ের মুখে পড়ে কংগ্রেস। বৃহস্পতিবার ফল ঘোষণার দিনে এক সংবাদ সম্মেলনে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে অস্বীকার করেন রাহুল। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায় এনিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে বলে জানান তিনি।

শনিবার পরাজয়ের কারণ অনুসন্ধানে দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে বৈঠকে বসে দলের ওয়ার্কিং কমিটি। দেশের নানা প্রান্ত থেকে কংগ্রেসের শীর্ষ নেতারা ওই বৈঠকে যোগ দেন। কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর সভাপতিত্বে বৈঠকে ইউপিএ জোট নেতা সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। বৈঠকে পরাজয়ের কারণ বিশ্লেষণ করেন কংগ্রেস নেতারা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওই বৈঠকে কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাড়ানোর প্রস্তাব দেন রাহুল গান্ধী। তবে রাহুলের ওপর পরাজয়ের দায়ভার চাপাতে অস্বীকার করেন কংগ্রেস নেতারা।

রাহুলের পদত্যাগের প্রস্তাব দেওয়ার খবর প্রকাশের পর বৈঠক চলার মধ্যেই কংগ্রেসের মুখপাত্র রন্দিপ সিং সুরজেওয়ালা সাংবাদিকদের সাথে কথা বলেন। রাহুলের পদত্যাগের প্রস্তাব দেওয়ার খবর সত্য নয় জানিয়ে তিনি বলেন, ওয়ার্কিং কমিটির বৈঠক এখনও চলছে। আর এখন পর্যন্ত রাহুল গান্ধী এই বৈঠকে তার পদত্যাগের প্রস্তাব দেননি।

/জেজে/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়