X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যে বাংলাদেশিদের অপরাধ প্রবণতা বাড়ছে

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
৩০ মে ২০১৯, ১৫:৫০আপডেট : ৩০ মে ২০১৯, ১৫:৫৯
image

গত ছয় মাসে লন্ডনে মাদক ব্যবসার দায়ে দণ্ডিত হয়েছে অন্তত বিশ বাংলাদেশি তরুণ। গ্যাং ফাইটেও জড়িয়ে পড়ছে তারা। বিশেষত বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাসিন্দাদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধির নজির পাওয়া গেছে। চুরি আর ছিনতাইয়ের পাশাপাশি বাংলাদেশিদের হাতে ছুরিকাঘাত ও খুনের ঘটনাও বাড়ছে। কনজারভেটিভ থেরেসা মে সরকারের জননিরাপত্তা খাতে ব্যয় সংকোচনকে এর অন্যতম কারণ মনে করছেন কমিউনিটি নেতারা। স্থানীয় কাউন্সিলের সাবেক ও বর্তমান সদস্যরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে এ ব্যাপারে পরিবারসহ সামগ্রিকভাবে বাংলাদেশের কমিউনিটি নেতাদেরও এগিয়ে আসতে হবে।
সেন্টপল ওয়ে স্কুলের সামনে ছুরিকাঘাতে আহত তরুণকে বাঁচানোর চেষ্টা

গত এক সপ্তাহে দুই দিনের ব্যবধানে এক বাংলাদেশি যুবক খুন  হয়েছেন। হামলার শিকার ও হামলাকারী উভয়ই বাংলাদেশি, এমন ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে। বিশেষ করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তরুণ বাংলাদেশিদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে আশঙ্কাজনক হারে। একইসঙ্গে মাদকের ব্যবসা, গ্যাং সংস্কৃতি, চুরি, ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা বাড়ছে উল্লেখযোগ্য হারে।

গত ২৬ মে রবিবার টাওয়ার হ্যামলেটসের সেন্টপলস্ ওয়েতে আলিমুজ্জামান আলম (২৩) নামে এক বাংলাদেশি যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার আদি নিবাস সিলেটে। একই ঘটনায় আরও একজন বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে,  গত রবিবার বিকাল সাড়ে চারটায় ইফতারির জন্য খাবার আনতে গিয়ে হত্যাকাণ্ডের স্বীকার হন আলিমুজ্জামান। পূর্ব মাইল্যান্ডের স্টেপনি ওয়ের সেন্টপলস স্কুলের সামনের রাস্তায় নির্মম ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহতের ভাই কামরুজ্জামান বাংলা ট্রি‌বিউন‌কে জানিয়েছেন, এই ঘটনার ঘণ্টাখানেক আগে স্থানীয় বার্ডেট স্ট্রিটে দুই উঠতি বয়সী দলের মধ্যে উত্তেজনার সৃস্টি হলে আলিম তাদের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এক পক্ষ তার সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। পরে বাড়ি থেকে বেরিয়ে ইফতারি আনতে স্থানীয় দোকানে গেলে কতিপয় যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাদের পরিচয় প্রকাশ না করলেও দুই জনের বয়স ২৩ এবং বাকী দুই জনের বয়স ১৯ বলে জানিয়েছে লন্ডন মেট্রো পুলিশ। হামলাকারীরাও বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। গত বছর একই এলাকায় আরেক বাংলাদেশি কিশোর ছুরিকাঘাতে খুন হয়।

লন্ড‌নের বাঙালি পাড়ায় ব্রি‌টিশ বাংলা‌দেশি তরুণদের ম‌ধ্যে অপরাধ-প্রবনতা বৃ‌দ্ধিতে উদ্বিগ্ন ক‌মিউ‌নিটি নেতা কে এম আবু তা‌হের চৌধুরী। তিনি মনে করেন, সরকার জননিরাপত্তা খাতে ব্যয় সংকোচননীতি গ্রহণ করায় এমন ঘটনা বাড়ছে। টাওয়ার হ্যাম‌লেট‌সে প্র‌য়োজনীয় পু‌লি‌শ সদস্যের ঘাটতিকে অপরাধ বৃদ্ধির কারণ মনে করছেন তিনি। পরিস্থিতি উত্তোরণে প‌রিবারের ভূমিকার পাশাপাশি সামা‌জিক স‌চেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন আবু তাহের চৌধুরী।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার, লেবার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর আহবাব হোসেন স্বীকারোক্তি দিয়েছেন সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশি তরুণদের মধ্যে অপরাধে জড়িয়ে পড়ার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ৬ মা‌সে বহু ব্রি‌টিশ বাংলাদেশি মাদক ব্যবসায়ীর কারাদণ্ড হ‌য়ে‌ছে। কমিউনিটিতে মারামারি ও খুনোখুনি বাড়ছে উদ্বেগজনক হারে। তবে এজন্য কাউন্সিলকে এককভাবে দায়ী করতে নারাজ তিনি।

আহবাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, কাউন্সিল অপরাধ নিয়ন্ত্র‌ণে কাজ কর‌ছে। তবে অপরাধমুক্ত মানবিক সমাজ বি‌নির্মা‌ণে প‌রিবা‌র ও  কমিউনিটিসহ সবারই দায়িত্ব রয়েছে।

টাওয়ার হ্যাম‌লেট‌সের সা‌বেক ডেপু‌টি মেয়র অহিদ আহমদ বুধবার বিকালে এ ব্যাপারে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপ করতে গিয়ে বাংলাদেশি কমিউনিটিতে অপরাধ প্রবণতা বৃদ্ধির দুইটি কারণ তুলে ধরেন। তিনি বলেন, ‘কাউন্সিলের বিভিন্ন যুবকেন্দ্র বন্ধ হ‌য়ে যাওয়‌া ও নিরাপত্তা খাতে ব্যয় সংকোচনের কারণে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’ অহিদ আহমদ মনে করেন, এ কারণেই মাদক জেঁকে বসেছে। ‘মাদক আমাদের তারণ্যকে খুব‌লে খা‌চ্ছে। ড্রাগ ডি‌লিং নিয়ন্ত্রন না করা গে‌লে এ ভয়াল পরি‌স্থি‌তি থে‌কে উত্তোরণ সম্ভব নয়।’ বলেন তিনি।

/বিএ/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়