X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দর্শক সারিতে সুষমা স্বরাজ, থাকছেন না মোদির নতুন মন্ত্রিসভায়

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৯, ২০:২০আপডেট : ৩০ মে ২০১৯, ২১:০৪

আগের মেয়াদে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো বিজেপি নেতা সুষমা স্বরাজ এবারের মন্ত্রিসভায় থাকছেন না। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে দর্শক সারিতে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে তার শপথ না নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এর আগে স্বাস্থ্যগত কারণে ৬৭ বছর বয়সী এই নেতা মন্ত্রিসভায় থাকবেন না বলে গুঞ্জন শুরু হয়। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের দর্শকসারিতে সুষমা স্বরাজ

গত ২৩ মে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয় নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে এনডিএ জোট সরকারের মন্ত্রিসভার সদস্য চূড়ান্ত করতে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ ও নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির বাসভবনে পাঁচ ঘণ্টার এই বৈঠকে নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের বিষয়ে আলাপ হয় বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এছাড়া আরও কয়েক দফার বৈঠকে নির্ধারিত সদস্যদের নিয়ে সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে প্রায় আট হাজার দেশি-বিদেশি অতিথির উপস্থিতি শপথ নেওয়া শুরু হয়।

মোদির নেতৃত্বাধীন আগের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম জনপ্রিয় মন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনও জরুরি সাহায্যের আবেদনে দ্রুত সাড়া দিতেন তিনি। এমনকি ঠাট্টার ছলে করা অনেক অনুরোধেও সাড়া দিয়েছেন তিনি।  

বৃহস্পতিবার সকাল থেকে গুঞ্জন শুরু হয় নতুন মন্ত্রিসভায় থাকছেন সুষমা স্বরাজ। বিকেল পাঁচটায় নরেন্দ্র মোদির বাসভবনে নতুন মন্ত্রীদের চা-চক্রে ছিলেন না তিনি। তখন আবারও গুঞ্জন শুরু হয় তিনি হয়তো নতুন মন্ত্রিসভায় থাকছেন না।

নয়বার নির্বাচিত এই আইনপ্রণেতা এবার স্বাস্থ্যগত কারণে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বিদিশা থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা ১৯৯০-এর দশকে অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন।

শরীরে ডায়াবেটিস পরিস্থিতির অবনতি হওয়ায় ২০১৬ সালে একবার ছুটি নিয়ে নিয়েছিলেন সুষমা। পরে তার কিডনি প্রতিস্থাপনও হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!