X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পার্লামেন্টে বিজেপির সঙ্গে সিংহের মতো লড়বে কংগ্রেস: রাহুল

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৯, ০৯:২০আপডেট : ০২ জুন ২০১৯, ১৬:০৭
image

পার্লামেন্টে বিরোধী দলের মর্যাদা না পেলেও বিজেপি’কে ফাঁকা মাঠে খেলতে দিতে নারাজ কংগ্রেস। দলের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, মাত্র ৫২ জন সাংসদ থাকলেও কংগ্রেস পার্লামেন্টের ভেতরে ‘‘সাহসী সিংহের স্পর্ধা” নিয়ে লড়াই করবে। বিজেপি যাতে লোকসভার অভ্যন্তরে “ওয়াকওভার” না পায়, তা নিশ্চিত করবেন তার দলের আইনপ্রণেতারা।

রাহুল গান্ধী

প্রসঙ্গত, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে দলের ৫২ জন আইনপ্রণেতা বিজয়ী হয়েছেন। তবে বিরোধী দলের মর্যাদা পেতে হলে অন্তত ৫৫ জন আইনপ্রণেতা প্রয়োজন। গত শাসনামলের মতো এবারও তাই কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পাবে না। ত্রয়োদশ লোকসভায় কংগ্রেসের আইনপ্রণেতার সংখ্যা ছিল মাত্র ৪৪।

শনিবার সোনিয়া গান্ধী সংসদীয় দলের নেতা মনোনীত হওয়ার পর তার ছেলে রাহুল টুইটারে লিখেছেন, লোকসভায় দলের মাত্র ৫২ জন আইনপ্রণেতা রয়েছেন ঠিকই, “তবে দেশের সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রক্ষা করার জন্য আমরা সাহসী সিংহের স্পর্ধা নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবো। প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস যথাযথভাবে তার দায়িত্ব পালন করবে। বিজেপি কোনোভাবেই সংসদে ওয়াকওভার পাবে না।” 

দলের মুখপাত্র রণদীপ সুরজওয়ালা সংবাদ সংস্থা এএনআই’কে জানিয়েছেন, কংগ্রেস বিরোধী দলনেতার পদের দাবি জানাবে না।

দলের সংসদীয় কমিটির নেত্রী নির্বাচিত হওয়ায় সোনিয়া গান্ধীকে এদিন অভিনন্দন জানিয়েছেন রাহুল। তিনি লিখেছেন, “শ্রীমতি সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে। সংবিধানের পক্ষে গুরুত্বপূর্ণ অবস্থান রাখবে।” 

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!