X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে পৌঁছালেন ট্রাম্প-মেলানিয়া

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৯, ১৬:১৮আপডেট : ০৩ জুন ২০১৯, ১৬:২১

তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ট্রাম্পও তার সঙ্গে রয়েছেন। স্থানীয় সময় সকাল নয়টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ২টায়)  দিকে লন্ডনের স্টানটেড বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমান। এই সফরে ব্রিটিশ রাজপরিবারসহ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকের আলোচনায় অন্যান্য ইস্যুর পাশাপাশি স্থান পাবে জলবায়ু পরিবর্তন ও চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। লন্ডনের স্টানটেড বিমানবন্দরে ট্রাম্প ও মেলানিয়া

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম যুক্তরাজ্য সফরে আসলেন ট্রাম্প।  বেশ কয়েকবার সফর নিয়ে আলোচনার পরও হয়ে ওঠেনি দীর্ঘদিনের মিত্র দেশটিতে তার সফর হয়ে ওঠেনি। এমন এক সময়ে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্য সফরে আসলেন যখন মাত্র কয়েক দিন পর ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

যুক্তরাজ্য সফরকে সামনে রেখে দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য তিনি বরিস জনসনকে সমর্থন দিচ্ছেন। দ্য টাইমস-কে দেওয়া অপর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছিন্ন হওয়া সংক্রান্ত আলোচনায় ব্রেক্সিট পার্টির নেতা নিজেল ফারেজের অংশগ্রহণ করা উচিত।  

সোমবার সন্ধ্যায় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার জন্য বাকিংহাম প্যালেসে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। একই দিন ওয়েস্ট মিনস্টার অ্যাবে পরিদর্শন করবেন ট্রাম্প। ক্লিয়ারেন্স হাউসে (রয়েল রেসিডেন্স) প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়ালের সঙ্গেও চা চক্রে অংশ নেবেন তিনি।এদিকে ট্রাম্পের সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্যজুড়ে বিক্ষোভের প্রস্তুতি চলছে। লন্ডন, ম্যানচেস্টার, বেলফাস্ট, বার্মিংহাম ও নটিংহাম-এ সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
সর্বশেষ খবর
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
গরমে খান দইয়ের এই ৫ শরবত
গরমে খান দইয়ের এই ৫ শরবত
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
এল ক্লাসিকোবার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও