X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্কিত সম্প্রচার, সাংবাদিকসহ গ্রেফতার তিন

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৯, ১৬:০৫আপডেট : ০৯ জুন ২০১৯, ১৬:০৯
image

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে বিতর্কিত মন্তব্য সম্প্রচার ও ‘আপত্তিকর’ ভিডিও পোস্টের দায়ে একইদিনে দুই সাংবাদিক ও এক টিভি চ্যানেলের মালিককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। সোশ্যাল মিডিয়ায় আদিত্যনাথকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্ট করায় শনিবার (৮ জুন) গ্রেফতার হয়েছেন দিল্লির ফ্রিল্যান্স সাংবাদিক প্রশান্ত কানোজিয়া। একইদিন সন্ধ্যায় যোগী আদিত্যনাথ সম্পর্কে এক নারীর অপমানজনক মন্তব্য সম্প্রচারের অভিযোগে এক বেসরকারি টেলিভিশন নিউজ চ্যানেলের মালিক ও সম্পাদককে নয়ডায় গ্রেফতার করা হয়।  

যোগী আদিত্যনাথ
পুলিশ সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, ফ্রিল্যান্স সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে লক্ষ্ণৌর পুলিশ কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। কানোজিয়া একটি ভিডিও টুইটার ও ফেসবুকে শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছিল, এক নারী যোগী আদিত্যনাথের অফিসের সামনে সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, তিনি মুখ্যমন্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। 

পশ্চিম দিল্লির বিনোদ নগরে নিজ বাড়ি থেকে তাকে শনিবার বিকেলে আটক করে পুলিশ। লক্ষ্ণৌতে নিয়ে গিয়ে তাকে তথ্য আইনের ৬৭ নম্বর ধারা অনুযায়ী গ্রেফতার দেখানো হয়।

আর একটি ঘটনায়, ‘নেশন লাইভ' টেলিভিশন চ্যানেলের মালিক ও সম্পাদককে নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে শনিবার সন্ধ্যায়। ৬ জুন ওই চ্যানেলে একটি বিতর্কসভায় ওই নারী (যার ভিডিও শেয়ার করেছিলেন প্রশান্ত কা‌নোজিয়া) আদিত্যনাথ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। আর এতেই ঘটে বিপত্তি৷ ওই নারীর বক্তৃতাটি সম্প্রচারিত হয়ে যায় টিভি পর্দায়৷ এই ঘটনার পরই চ্যানেলটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন একটি রাজনৈতিক দলের বেশ কিছু কর্মী৷ তাদের অভিযোগ, ওই নারীর বক্তব্যের সত্যতা বিচার না করেই তা প্রদর্শন করেছে ওই চ্যানেল।পরে ওই চ্যানেলের প্রধান ঈশিকা সিংহ এবং সম্পাদক অনুজ শুক্লকে গ্রেফতার করা হয়।

পুলিশ কর্মকর্তা বৈভব কৃষ্ণ বলেন, তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই চ্যানেলের কোনও লাইসেন্স নেই। নয়ডার এক জেলা কর্মকর্তার তরফে চ্যানেলের বিরুদ্ধে অবৈধ সম্প্রসারণের অতিরিক্ত অভিযোগ আনা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘তাদের গ্রেফতার করা হয়েছে অবমাননামূলক সম্প্রচার ও চ্যানেলের অবৈধ সম্প্রসারণের কারণে।'

/এফইউ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
সর্বশেষ খবর
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী