X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যের অভিবাসন নীতি পরিবর্তনের অঙ্গীকার সাজিদ জাভিদের

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৯, ১৩:২৩আপডেট : ১২ জুন ২০১৯, ১৩:২৫

যুক্তরাজ্যের অভিবাসন নীতি পরিবর্তনের অঙ্গীকার করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রধান হওয়ার দৌড়ে থাকা এ রাজনীতিক বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি আরও ব্যবসাবান্ধব একটি অভিবাসন ব্যবস্থা চালু করবেন।

যুক্তরাজ্যের অভিবাসন নীতি পরিবর্তনের অঙ্গীকার সাজিদ জাভিদের ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা খসড়া চুক্তি পার্লামেন্ট বাতিল করে দেওয়ায় ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ৭ জুন পদত্যাগের ঘোষণা দিলেও উত্তরসূরি খুঁজে না পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন তিনি। আগামী জুলাইয়ের শেষ দিকে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচন করা হতে পারে। নবনির্বাচিত নেতাই পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। ইতোমধ্যেই কনজারভেটিভ পার্টির দলীয় প্রধান ও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদসহ ১০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে-র কঠোর অভিবাসন নীতি থেকে সরে আসার অঙ্গীকার করেছেন সাজিদ জাভিদ। সংবাদমাধ্যম ইভনিং স্ট্যার্ন্ডান্ড-কে বলেন, লন্ডনের মতো যেসব এলাকা বিদেশি মেধাবীদের জন্য উন্মুখ হয়ে থাকে সেখানে ভিন্ন নিয়ম চালুর বিষয়টি তিনি খোলা মনে দেখে থাকেন।

তার এমন অবস্থানকে স্বাগত জানিয়েছে অভিবাসী ব্যবসায়ী সম্প্রদায় এবং বিশ্ববিদ্যালয়গুলো। পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ (৪৯) এক সময় ব্রেক্সিটের বিরুদ্ধে ভোট দিলেও এখন কট্টর ব্রেক্সিটপন্থী। চুক্তি নিয়ে হোক কিংবা বাদ দিয়েই হোক ব্রেক্সিটের বাস্তবায়ন দেখতে চান তিনি।

২০১৮ সালের এপ্রিলে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান সাজিদ জাভিদ। ‘উইন্ডরাশ জেনারেশন’ (১৯৪৮ থেকে ১৯৭১ সালে যুক্তরাজ্যে আসা অভিবাসী)-এর একটি উল্লেখযোগ্য অংশকে দেশছাড়া করার সরকারের এক নির্মম পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পূর্বসূরী অ্যাম্বার রাড বিদায় নিলে তিনি তার স্থলাভিষিক্ত হন। পাকিস্তানি অভিবাসী বাস চালকের সন্তান সাজিদ জাভিদকে একটি আধুনিক, বহু-সংস্কৃতি ও মেধাভিত্তিক ব্রিটেনের প্রতিচ্ছবি হিসেবে বিবেচনা করা হয়।

/এমপি/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!