X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বঙ্গোপসাগরে নিরাপত্তার জন্য কংগ্রেসের কাছে ৩ কোটি ডলার চায় ট্রাম্প প্রশাসন

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
১৩ জুন ২০১৯, ০২:৩৪আপডেট : ১৩ জুন ২০১৯, ১১:৫৭

মার্কিন-কংগ্রেস

 

বঙ্গোপসাগরে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ তিনটি দেশের সেনাকে অর্থায়নের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে ৩০ মিলিয়ন ডলার চেয়েছে ট্রাম্প প্রশাসন। অপর দুই দেশ হলো শ্রীলঙ্কা ও মালদ্বীপ। বুধবার (১২ জুন) দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা এলিস জি ওয়েলস এশিয়া ও প্রশান্ত মহাসাগর সম্পর্কিত বিদেশবিষয়ক সাবকমিটিতে এই কথা জানিয়েছেন।  

অবকাঠামো, প্রবৃদ্ধি ও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ৬৪ মিলিয়ন ডলারের ঘোষণা দিয়েছে। ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ’ নামে এই ৩০ মিলিয়ন ডলার অতিরিক্ত চাওয়া হয়েছে।

উভয় উদ্যোগই নেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ায় তিন দেশে চীনের প্রভাব কমানোর লক্ষ্যে।

এলিস জি ওয়েলস বলেছেন, ‘অটেকসই অবকাঠামো প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের সহযোগী রাষ্ট্রকে চীন অথবা অন্য রাষ্ট্রের ঋণের বোঝায় নিমজ্জিত হতে দিতে পারি না।’  

তিনি আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভের ব্যাপারে সমর্থনের জন্য আমরা কংগ্রেসকে অনুরোধ করেছি। এই অর্থ খরচের মাধ্যমে জলাভূমি ও জলসীমান্তে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মালদ্বীপের সক্ষমতা বাড়ানো হবে।’

‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং বাজেট ২০২০’ বিষয়ে বৃহস্পতিবার বিদেশবিষয়ক কমিটির সাব কমিটিতে এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

ওয়েলস সংসদ আইনপ্রণেতাদের বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে বাংলাদেশের জন্য সর্ববৃহৎ সহযোগিতার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। ১৭ কোটি জনসংখ্যা ও ৬ এর বেশি টেকসই প্রবৃদ্ধির বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য বড় বাজার হিসেবে অভিহিত করেছেন তিনি। 

তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশের ৩০ ডিসেম্বরের নির্বাচন এবং নাগরিক সমাজ, গণমাধ্যম ও রাজনৈতিক বিরোধীদের গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চার পথ রুদ্ধ হয়ে যাওয়ার ব্যাপারে আমরা প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছি। প্রত্যেক বৈঠকেই আমরা এ ব্যাপারে কথা বলেছি।’

মিয়ানমারে সহিংসতার শিকার হওয়া ১০ রাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার কথাও উল্লেখ করেছেন ওয়েলস। তিনি জানান, ২০১৭ সাল থেকে সৃষ্ট রোহিঙ্গা সমস্যা নিরসনসহ বিভিন্ন কারণে স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএএইড ৪৯৪ মিলিয়ন ডলারের বেশি মানবিক সাহায্য দিয়েছে বাংলাদেশে, এরমধ্যে শুধু রোহিঙ্গাদের জন্যই দিয়েছে ৪৫১ মিলিয়ন ডলার। 

বিভিন্ন কারণে ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি নিয়মতান্ত্রিক সিস্টেমের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন, যেখানে উন্মুক্ত বাণিজ্য ও চলাফেরার ব্যবস্থা থাকবে। গণতন্ত্র থাকবে। দ্বন্দ্ব নিরসনে শান্তিপূর্ণ ব্যবস্থা থাকবে। এসব ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই অঞ্চলে বসবাসকারী পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে জানিয়েছেন ওয়েলস। 

 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়