X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

টাকার বিনিময়ে ৬৫ রোহিঙ্গাকে মালয়েশিয়ায় নিচ্ছিলেন নৌকার সেই ক্যাপ্টেন

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৯, ১৪:১৫আপডেট : ১৩ জুন ২০১৯, ১৭:৫৩
image

৬৫ রোহিঙ্গাকে নিয়ে থাই দ্বীপে আটকে পড়া সেই নৌকার ক্যাপ্টেন স্বীকার করেছেন, টাকার বিনিময়ে তিনি তাদের অন্য দেশে পাড়ি জমাতে সহায়তা করছিলেন। তাদের আন্দামান সাগর হয়ে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর জন্য তাকে ১৩ হাজার ৩১৪ মালয়েশীয় রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭০ হাজার টাকা) পরিশোধ করা হয়েছিল। এরইমধ্যে থাইল্যান্ডে অবৈধ অভিবাসী নিয়ে আসার প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে সাংখোম পাফান নামের ওই ক্যাপ্টেনের বিরুদ্ধে। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গা
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। মিয়ানমারে জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের কেউ কেউ উন্নত জীবনের আশায় থাইল্যান্ড ও মালয়েশিয়ায়ও পাড়ি দেওয়ার চেষ্টা করে থাকে। মঙ্গলবার (১১ জুন) থাইল্যান্ডের সাতুন প্রদেশের তারুতাও ন্যাশনাল মেরিন পার্কের রায়ি দ্বীপ থেকে ৬৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধারকৃতদের মধ্যে ২৮ জন পুরুষ, ৩১ জন নারী ও পাঁচ শিশু রয়েছে। তাদের বহনকারী মাছ ধরার নৌকাটি যান্ত্রিক গোলযোগে পড়ার পর তারা রায়ি দ্বীপে আটকে পড়েছিল। তাদের পরে উদ্ধার করে লাঙ্গু জেলায় নিয়ে যাওয়া হয়।

নৌকাটির ক্যাপ্টেন সাংখোম পাফান থাইল্যান্ডের নাগরিক। তিনি রানোং প্রদেশের বাসিন্দা। ৪৯ বছর বয়সী সাংখোমকে চালুং পুলিশ স্টেশনে আটক রাখা হয়েছে। থাই পুলিশের দাবি, সাংখোম স্বীকার করেছেন বাংলাদেশ থেকে ৬৫ রোহিঙ্গাকে মালয়েশিয়ায় নেওয়ার জন্য তাকে ১৩ হাজার ৩১৪ মালয়েশীয় রিঙ্গিত দিয়েছিলেন মিয়ানমারের এক বিনিয়োগকারী। জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর তিনদিন ধরে মাঝ সমুদ্রে নৌকা ভাসিয়ে রেখে জ্বালানি সরবরাহের অপেক্ষায় ছিলেন তিনি। মিয়ানমারের সেই বিনিয়োগকারী তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জ্বালানি সরবরাহ করার। তবে সে জ্বালানি পৌঁছানোর আগেই প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি একটি দ্বীপে গিয়ে ধাক্কা খায়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের শঙ্খলার রাত্তাফুম জেলার একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। ওই রোহিঙ্গারা মানবপাচারকারীদের কবলে পড়েছিলেন কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বুধবার (১২ জুন) থাই পুলিশ জানায়, বিদেশি নাগরিকদের অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশে সহায়তার অভিযোগ দায়ের করা হয়েছে নৌকাটির ক্যাপ্টেন ও পাঁচ ক্রুর বিরুদ্ধে। ক্যাপ্টেন থাই নাগরিক আর পাঁচ ক্রু মিয়ানমারের নাগরিক। অভিযোগ প্রমাণিত হলে তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট