X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হুমকি মোকাবিলায় দ্বিধা করা হবে না: ইরানকে সৌদি যুবরাজ

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৯, ১৭:২১আপডেট : ১৭ জুন ২০১৯, ২০:৫৬

ওমান উপসাগরে দুই তেলবাহী ট্যাংকারে হামলার জন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে দায়ী করেছে সৌদি আরব। এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হুমকি মোকাবিলায় দ্বিধা করা হবে না। তবে রিয়াদ কোনও যুদ্ধে জড়াতে চায় না।

হুমকি মোকাবিলায় দ্বিধা করা হবে না: ইরানকে সৌদি যুবরাজ সৌদি যুবরাজ বলেন, কোনও হুমকি মোকাবিলায় দ্বিধা করবে না রিয়াদ। সৌদি আরবের সরকারি মালিকানাধীন দৈনিক আশারক আল আওসাতকে তিনি বলেন, ‘আমরা এই অঞ্চলে যুদ্ধ চাই না। কিন্তু আমাদের জনগণ, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং গুরুত্বপূর্ণ স্বার্থের ওপর যেকোনও হুমকি মোকাবিলায় আমরা কোনও ধরনের দ্বিধা করবো না।’

তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রীর তেহরান সফরকেও সম্মান দেখায়নি ইরানের শাসকগোষ্ঠী। তিনি সেখানে থাকা অবস্থাতেই তারা (ইরান) দুটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটিয়েছে, যার একটির মালিকানা জাপানের। যুবরাজের আগে সৌদির জ্বালানিমন্ত্রী খালিদ আল ফলিহ এই বিস্ফোরণের বিরুদ্ধে ‘দ্রুত ও বিস্তৃত’ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এর আগে সৌদি আরবের মিত্র যুক্তরাষ্ট্র একটি ডিভিও প্রকাশ করে ওই হামলার জন্য ইরানকে দায়ী করে। নিজস্ব গোয়েন্দা তথ্য পর্যালোচনার দাবি করে শুক্রবার যুক্তরাজ্যের পক্ষ থেকেও একই রকমের বক্তব্য আসে। তবে দেশটির বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন মনে করেন, এই ঘটনায় তেহরানকে দায়ী করার মতো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। উল্লেখ্য, তেহরানের পারমাণবিক চুক্তি নিয়ে উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির এক মাসের মধ্যে ওই অঞ্চলের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি ঘটনাতেই যুক্তরাষ্ট্র ও তাদের কয়েকটি মিত্র দেশ ইরানকে দায়ী করলেও তেহরান জোরালোভাবে তা অস্বীকার করে আসছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ওমান উপসাগরে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ হয়। ট্যাংকার দুটির একটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ফ্রন্ট অ্যালটেয়ার এবং অপরটি পানামার পতাকাবাহী কোকুকা কারেজিয়াস। ফ্রন্ট অ্যালটেয়ার নরওয়ের মালিকানাধীন আর কোকুকা জাপানের মালিকানাধীন। বিস্ফোরণের পর দুই ট্যাংকার থেকে ৪৪ জন ক্রু-কে উদ্ধার করে ইরানি কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণ জানা না গেলেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর জন্য ইরানকে দায়ী করছে। এবারে এই তালিকায় যোগ দিলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র সৌদি আরব।

২০১৫ সালের জুনে তেহরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান)। চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় ইরান। বিনিময়ে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। পূর্বসূরি ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে গত বছরের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো এ সমঝোতা বাস্তবায়নের কথা মুখে বললেও কার্যত তারা কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করে আসছে ইরান। যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এবং নিজেদের প্রতিশ্রুতি পালনে ইউরোপীয় দেশগুলোর ব্যর্থতার বিরুদ্ধে হতাশা জানিয়ে ৮ মে চুক্তিটি থেকে আংশিক সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরানও। এর জবাবে ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরালো করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’