X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিমান বাহিনীর জন্য ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনছে বাংলাদেশ

অদিতি খান্না, যুক্তরাজ্য
২১ জুন ২০১৯, ২৩:১৮আপডেট : ২২ জুন ২০১৯, ০০:১৭

বিমান বাহিনীর জন্য যুক্তরাজ্যের তৈরি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই বাংলাদেশের কাছে লকহিড মার্টিন সি-১৩০জে হারকিউলিস পরিবহন বিমান বিক্রির অনুমোদন দিয়েছে ব্রিটিশ সরকার। ক্যামব্রিজভিত্তিক বিমান রক্ষণাবেক্ষণকারী কোম্পানি মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিমান বাহিনীর জন্য ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনছে বাংলাদেশ

চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ জে বিমানের পুরো বহরে পূর্ণাঙ্গ সহায়তা দেওয়া হবে। এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে সাবেক রয়্যাল এয়ার ফোর্সের সি-১৩০জে বিমান কিনেছে বাংলাদেশ বিমান বাহিনী। এবারের চুক্তির আওতায় ওই বিমান সংশ্লিষ্ট অতিরিক্ত সরঞ্জাম কেনা হবে।

মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালিস্টার ম্যাকফি বলেছেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সি-১৩০জে ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে তাদের পরিবহন সক্ষমতা বাড়াতে দেখে আমরা আনন্দিত। তাদের বহরকে সেবা দিতে পেরে আমরা গর্বিত।

তিনি বলেন, ‘জাতিসংঘের শান্তি রক্ষা ও বিশ্বজুড়ে মানবিক মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী পুরোপুরিভাবে মার্শালের ওপর নির্ভর করতে পারে।’

মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপ বলছে, তারা বিমান রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন পার্টস সরবরাহসহ লজিস্টিক সহায়তা দেবে। স্থানীয় সক্ষমতা বাড়াতে অতিরিক্ত যন্ত্রাংশ ও সহায়ক সরঞ্জাম সরবরাহের পাশাপাশি প্রকৌশল সংক্রান্ত পরিষেবার কার্যকারিতা নিশ্চিত করা হবে।

বিমান পরিচালনার প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পাশাপাশি অভ্যন্তরীণ প্রযুক্তিগত সহায়তা দেবে মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপ। নির্দিষ্ট প্রযুক্তিগত পরিষেবাদির পাশাপাশি দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণেও সহায়তা করবে প্রতিষ্ঠানটি।

/জেজে/এমপি/
সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি