X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের কাছ থেকে ‘দুর্দান্ত’ চিঠি পেয়েছেন কিম

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৯, ১২:১৫আপডেট : ২৩ জুন ২০১৯, ১৭:৪৫
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে চিঠি পেয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, ট্রাম্পের চিঠি ‘দুর্দান্ত’। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএন’র কাছে চিঠিটির বিষয়বস্তুকে মজাদার উল্লেখ করে কিম বলেছেন, তিনি এটি গুরুত্ব দিয়ে ভেবে দেখবেন। চিঠি পাওয়ার প্রতিক্রিয়ায় ট্রাম্পের বিস্ময়কর সাহসেরও প্রশংসা করেছেন এ নেতা। ট্রাম্পের কাছ থেকে ‘দুর্দান্ত’ চিঠি পেয়েছেন কিম

গত ফেব্রুয়ারিতে কিম ও ট্রাম্পের বৈঠক কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ায় উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা এতদিন স্থবির হয়ে ছিল। তবে, দুই নেতার মধ্যে চিঠি চালাচালি হয়েছে বেশ কয়েকবার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, সবশেষ চিঠিটি কবে বা কীভাবে কিমের হাতে পৌঁছেছে তা জানানো হয়নি। হোয়াইট হাউস থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

গত কয়েক মাস ধরেই কিম সম্পর্কে বেশ ইতিবাচক কথাবার্তা বলছেন মার্কিন প্রেসিডেন্ট।

জুনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তার কাছে দারুণ একটা চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা। এ সময় পিয়ংইয়ংয়ের চিঠি ‘দারুণ’ বলে মন্তব্য করেন ট্রাম্প। মাসের শুরুর দিকে তিনি সাংবাদিকদের কাছে বলেছিলেন, কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এছাড়া, গত মে মাসে জাপান সফরকালেও কিমকে ‘ভেরি স্মার্ট গাই’ আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি বাদ দিতে বলছে। আর উত্তর কোরিয়ার দাবি, তাদের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইনের সঙ্গে সাক্ষাৎ করতে সিউল যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে কিমকে নতুন করে চিঠি পাঠালেন তিনি।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা