X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমারে স্কুলগামী শিশুদের অবলম্বন পুরনো বাইসাইকেল

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৯, ১৮:৪০আপডেট : ২৩ জুন ২০১৯, ১৮:৪২

বাতাসে ঘণ্টার শব্দ শোনার সঙ্গে সঙ্গেই মিয়ানমারের শিশুরা বাড়ি থেকে স্কুলে যেতে ব্যবহৃত বাইসাইকেলে চড়া শুরু করে। এসব বাইসাইকেল এসেছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে। অর্ধেকের বেশি জনসংখ্যা দারিদ্র সীমার নিচে বসবাস করা দেশটির শিশুদের শিক্ষা সহজ করতে এসব বাইসাইকেল বিলি করা হয়েছে।

মিয়ানমারে স্কুলগামী শিশুদের অবলম্বন পুরনো বাইসাইকেল

থায়ে সু ওয়াইকে এখন স্কুলে যাওয়ার জন্য দুই ঘণ্টা ধরে ১০ কিলোমিটার হাঁটতে হয় না। ইয়াঙ্গুনের কাছাকাছি গ্রামের একটি স্কুলে সে আনন্দের সঙ্গে নতুন সাইকেলের চাকা ঘুরাচ্ছিল। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে সে জানায়, এখন আমি পড়াশোনা ও বন্ধুদের সঙ্গে খেলার জন্য অতিরিক্ত সময় পাই।

মান্দালায়ভিত্তিক উদ্যোক্তা মাইক থান তুন উইনের মস্তিষ্কপ্রসূত ‘লেসওয়াক’ প্রকল্পের আওতায় যে ২০০ শিক্ষার্থী বাইসাইকেল পেয়েছে ১১ বছরের থায়ে সু ওয়াই তাদের একজন।

মাইক থান সিঙ্গাপুরে বড় হয়েছেন এবং সেখানেই পড়াশোনা করেছেন। আট বছর আগে বাণিজ্যে ডিগ্রি অর্জনের পর মিয়ানমার ফিরে আসেন। ৩৩ বছরের এই উদ্যোক্তা বলেন, আমি দেখেছি শিশুরা বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য অনেকটা পথ হাঁটে। তাদের জন্য আমার খুব খারাপ লাগত।

ইউনিসেফের তথ্য অনুসারে, মিয়ানমারের ৫৫ শতাংশ শিশু দারিদ্র্যে বাস করে। আর ১৭ বছর বয়সীদের অর্ধেক খুব সামান্য বা কোনও শিক্ষা ছাড়াই প্রাপ্ত বয়স্ক হয়। এই অবস্থায় মাইক যখন জানতে পারেন ওবাইক, ওফো ও মোবাইকের মতো বাইক-শেয়ারিং কোম্পানি সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে এবং হাজার হাজার বাইসাইকেল ফেলে দেওয়া হচ্ছে, তখন তিনি আশার আলো দেখতে পান। বছরের শুরুতে এই উদ্যোক্তা ১০ হাজার সাইকেল কিনে নেন এবং সেগুলো মিয়ানমারে নিয়ে আসেন।

মাইকের প্রত্যাশা, তার উদ্যোগের ফলে শিশুরা স্কুলে বেশি সময় কাটাতে পারবে, এতে করে তাদের শিক্ষায় পূর্ণতা আসবে এবং দারিদ্রতা থেকে মুক্তি ঘটবে। তিনি জানান, প্রতিটি সাইকেল দেশে নিয়ে আসা ও বিতরণসহ খরচ পড়েছে ৩৫ ডলার। তিনি অর্ধেক খরচ দিয়েছেন আর বাকিটা এসেছে স্পন্সরদের কাছ থেকে।

ইয়াঙ্গুনে লেসওয়াকে’র প্রথম যাত্রা শুরু হয়েছে। এই মাসের শেষে মান্দালয় ও সাগায়েং অঞ্চলে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ১৩-১৬ বছরের শিক্ষার্থী যারা স্কুল থেকে দুই কিলোমিটার দূরে বাস করে তারাই প্রথমে সাইকেল পাবে।

তায়ে সু ওয়াই’র স্কুলের প্রধান শিক্ষক নি নি উইন বলেন, বেশিরভাগ অভিভাবক দরিদ্র। অনেক শিশুর ছাতাই নেই। বৃষ্টির সময় নিজেদের রক্ষা করতে তারা প্লাস্টিকের টুকরো ব্যবহার করে।

মাইক জানান, এটা মাত্র শুরু। আগামী পাঁচ বছরে ১ লাখ সাইকেল বিতরণ করা হবে। তিনি বলেন, সিঙ্গাপুরে এসব সাইকেলের কোনও মূল্য হয়ত নেই, কিন্তু একটি দরিদ্র দেশে এগুলোর অনেক মূল্য রয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’