X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যার তদন্তে জাতিসংঘের অনুরোধ প্রত্যাখ্যান ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৯, ২০:৪১আপডেট : ২৪ জুন ২০১৯, ২০:৪৬

মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের মাধ্যমে সৌদি আরবের ভিন্ন মতালম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলা তদন্তে অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। তবে এতে সাড়া দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি’র মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন এতে করে সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বাধাগ্রস্থ হতে পারে। খাশোগি হত্যার তদন্তে জাতিসংঘের অনুরোধ প্রত্যাখ্যান ট্রাম্পের

গত বছরের ২ অক্টোবরে তুরস্কের ইস্তানবুল কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিষয়ে গত সপ্তাহে  প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। বিচারবহির্ভূত হত্যা বিষয়ক জাতিসংঘ বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ডের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের উচিত এফবিআইয়ের তদন্ত শুরু করা। যুক্তরাষ্ট্রের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনাকে যৌক্তিক বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

এফবিআইকে তদন্তের অনুমতি দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে এনবিসিকে ট্রাম্প বলেন, এই ঘটনা ভালোভাবেই তদন্ত হয়েছে। কারা করেছে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবাই করেছে। আমি বলতে চেয়েছি... আমি বহু ধরনের প্রতিবেদন দেখেছি।

দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হন অনুসন্ধানী সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাশোগি। তিনি সৌদি সরকারের কঠোর সমালোচক ছিলেন। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত এই সাংবাদিক সৌদি আরবে ফেরার বিষয়ে রিয়াদের চাপ অগ্রাহ্য করে আসছিলেন। প্রথমে রিয়াদের পক্ষ থেকে খাশোগিকে হত্যার কথা অস্বীকার করা হলেও তুরস্কের সংবাদমাধ্যমগুলো সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ হাজির করতে থাকে। এ ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। এক পর্যায়ে খাশোগি কনস্যুলেট ভবনে হত্যার শিকার হয়েছেন বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তবে এ হত্যার সঙ্গে যুবরাজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করা হয়।

জাতিসংঘের বিশেষ দূতের প্রতিবেদনেও খাশোগি হত্যার জন্য সৌদি আরবকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ দেশটির উর্ধ্বতন কর্মকর্তাদের এই ঘটনায় জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।

তবে রবিবার ট্রাম্প এনবিসিকে বলেন, ‘মধ্যপ্রাচ্যের অন্যদেশগুলো মতো সৌদি আরব ততটা খারাপ নয়। তিনি বলেন, ইরানের দিকে তাকান, অন্য দেশগুলোর দিকে তাকান, আমি নাম বলতে চাই না’।

গত বছর সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির একটি সমঝোতার প্রসঙ্গ ধরে এনবিসি’র অনুষ্ঠানে খাশোগি খুনের বিনিময়ে ওয়াশিংটন অস্ত্র বিক্রি করছে কিনা ট্রাম্পের কাছে তা জানতে চাওয়া হয়।ট্রাম্প বলেন, এটা বলার মতো বোকা আমি না। আমরা এসব নিয়ে বাণিজ্য করতে চাই না। তিনি বলেন, ধরুন তারা আমাদের সঙ্গে ব্যবসা করলো না, জানেন তারা কী করবে।? তারা চীন বা রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বের সবচেয়ে ভালো সরঞ্জাম বানাই কিন্তু তারা রাশিয়া বা চীন থেকে নতুন সরঞ্জাম কিনবে।  

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা