X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আমেরিকান আয়লান: ক্ষোভের লক্ষ্যবস্তু ডোনাল্ড ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৯, ২০:০০আপডেট : ২৬ জুন ২০১৯, ২০:৫২

সিরীয় আয়লানের মতোই আরেক অভিবাসন প্রত্যাশী শিশুর মরদেহ প্রত্যক্ষ করে শিউরে উঠেছে বিশ্ব। মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা  ২৩ মাস বয়সী ভ্যালেরিয়া নামের ওই শিশুকে বলা হচ্ছে ‘আমেরিকান আয়লান’। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাইরাল হওয়া ছবিকে ঘিরে ক্ষোভের লক্ষ্যবস্তু হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর অভিবাসন প্রত্যাশীদের নিয়ে তার নৃশংস নীতির কথাই ঘুরেফিরে আসছে বারবার। মর্মস্পর্শী এই ছবি দেখে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প আর তার নীতির বিরুদ্ধে।

আমেরিকান আয়লান: ক্ষোভের লক্ষ্যবস্তু ডোনাল্ড ট্রাম্প

গত কয়েক মাসে ব্যাপক হারে বেড়েছে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ। সর্বশেষ সোমবার জলে ভেসে আসা এল সালভেদরের এক অভিবাসী ও তার মেয়ের পানিতে ভেসে আসা নিথর মরদেহের ছবি ভাবিয়ে তোলে সবাইকে। সবার চোখের সামনে যেন ভেসে উঠেছে সিরীয় শিশু আয়লান কুর্দির নিথর দেহ। চলতি সপ্তাহেই শিশুসহ আরও তিনজন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। আর এই মৃত্যুর মিছিলের জন্য ট্রাম্পের অভিবাসন নীতিকেই দায়ী করা হচ্ছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনের শিরোনামে প্রশ্ন তোলা হয়েছে, অভিবাসীদের কি ট্রাম্প নিজের পশু মনে করে?   

২০১৮ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে নিহত হয় ২৮৩ অভিবাসী প্রত্যাশী মানুষ। যার মধ্যে আছে নারী ও শিশুও। ইন্ডিপেনডেন্ট বলছে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সংকট এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ঠুর অভিবাসন নীতির জ্বলন্ত প্রমাণই যেন এই ছবিটি।

মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, “যা ঘটেছে, এটা খুবই দুঃখজনক।”ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা সবসময় বলে আসছি যুক্তরাষ্ট্র খুব কড়াকড়িভাবে অভিবাসী প্রত্যাশীদের বাধা দিচ্ছে। ফলে মরুভূমিতে অথবা নদী পার হতে গিয়ে প্রাণ হারাচ্ছে মানুষ।”

এর আগেও অভিবাসী প্রত্যাশীদের প্রতি অমানবিক আচরণের জন্য সমালোচিত হয়েছিলেন ট্রাম্প। অশালীন ভাষায় অভিবাসী প্রত্যাশীদের আক্রমণ করেছেন তিনি। মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে প্রবেশ করতে চাওয়া মানুষদের তিনি কখনো ‘পশু’, ‘ঠান্ডা মাথার অপরাধী’, ‘খারাপ মানুষ’ ইত্যাদি আখ্যা দিয়েছিলেন।

২০২০ সালে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী বেটো ওরউরক বলেন, এই মৃত্যুর জন্য ট্রাম্পই দায়ী। তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্পের অনৈতিক ও অমানবিক অভিবাসন নীতির ফল এটি। অথচ আমাদের নামে এটি চালিয়ে দেওয়া হচ্ছে।”মার্কিন সিনেটর কামালা হ্যারিস বলেন, “এটি অমানবিক। শিশুরা মারা যাচ্ছে। এটি আমাদের অনৈতিক বিবেকের ওপর বড় ধরনের দাগ।”

চলতি বছর এখন পর্যন্ত লিও গ্রান্দে পাড়ি দিতে গিয়ে অনেক অভিবাসীর মৃত্যু হয়ছে, যা বিগত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার (১০ জুন) থেকে মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা কার্যকরের কথা ছিল যুক্তরাষ্ট্রের। এ নিয়ে মীমাংসা করতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আলোচনা চলতে থাকে। সর্বশেষ এক যৌথ ঘোষণায় জানানো হয়, গোটা সীমান্তে অভিবাসন সংক্রান্ত কর্মসূচিকে বিস্তৃত করার ব্যাপারে রাজি হয় মেক্সিকো।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার অভিবাসন ঠেকাতে মেক্সিকো ২০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করে। ফলে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে আরও বিপজ্জনক পথ ব্যবহার করছে তারা। মানবাধিকার কর্মী ও নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন, এই কড়াকড়িতে আরও বিপজ্জনক পথ ব্যবহার করতে পারেন অভিবাসন প্রত্যাশীরা।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী