X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পশ্চিমা উদারনীতিকে অচল বলে জনতোষণবাদের প্রশংসা পুতিনের

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৯, ১৭:৪৭আপডেট : ২৮ জুন ২০১৯, ১৭:৫০

পশ্চিমা উদারনীতিকে অচল বলে আখ্যায়িত করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে জনতোষণবাদের উত্থানের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জি-২০ সম্মেলনে যোগ দিতে রওনা দেওয়ার আগে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, কয়েক দশক ধরে পশ্চিমা গণতন্ত্রের সহায়ক হয়ে থাকা উদারনৈতিক মতাদর্শ নিজের উদ্দেশ্য অতিক্রম করে ফেলেছে। ইউরোপ ও আমেরিকায় জনতোষণবাদের উত্থানের প্রশংসা করে পুতিন বলেন, বহুসংস্কৃতির মতো আদর্শ এখন আর রক্ষা করা যায় না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

শুক্রবার জাপানে বিশ্বনেতাদের অংশগ্রহণে জি-২০ সম্মেলন শুরু হওয়ার সময়েই ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত হয়েছে পুতিনের সাক্ষাৎকার। জাপানে রওনা দেওয়ার আগ মুহূর্তে জাপানের ওই সংবাদমাধ্যমটিকে সাক্ষাৎকার দেন তিনি।

ওই সাক্ষাৎকারে চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা পুতিন বলেন, উদারনৈতিকরা সাধারণভাবে কোনও কিছু থেকে কাউকে কোনও নির্দেশনা দিতে পারে না। তিনি বলেন, উদারনৈতিকতা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশের স্বার্থের সঙ্গে বিরোধ ঘটায়।

বিবিসি’র খবরে বলা হয়েছে, এক্ষেত্রে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের বিপুল সংখ্যক শরণার্থী আশ্রয়ের দিকেই ইঙ্গিত করেছেন। পুতিন বলেন, উদারনীতি আগেই মেনে নেয় যে কোনও কিছু করার দরকার নেই। ওইসব অভিবাসীরা দায়মুক্তি নিয়ে হত্যা, লুটতরাজ ও ধর্ষণ করতে পারে কারণ অভিবাসী হিসেবে তাদের অধিকারের সুরক্ষা দিতে হবে।

৬৬ বছর বয়সী পুতিন বলেন, সমকামী মানুষদের নিয়ে রাশিয়ার কোনও সমস্যা নেই...কিন্তু কিছু কিছু বিষয় আমাদের ওপর অতিরিক্ত চাপে ফেলে দিচ্ছে। তিনি বলেন, তারা দাবি করছে শিশুদের পাঁচ থেকে ছয়টি লিঙ্গ থাকতে পারে। সবাইকে খুশি হতে দিতে সেগুলো নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু আমাদের মূল জনগোষ্ঠীর লাখ লাখ মানুষের সংস্কৃতি, প্রথা এবং পারিবারিক মূল‍্যবোধকে হারিয়ে যাওয়ার অনুমোদন দিতে পারি না।

উদারনীতি নিয়ে নিজের মতামতের পাশাপাশি ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন পুতিন। ট্রাম্পকে প্রতিভাবান ব্যক্তি আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি জানেন ভোটারদের কীভাবে সংযুক্ত করতে হয়। তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ, ইরানের সঙ্গে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এসবের জন্য আমেরিকার একতরফা নীতিকে আংশিকভাবে দায়ী করেন রাশিয়ার নেতা।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক শুক্রবার পুতিনে কঠোর সমালোচনা করেন। উদারনীতি নিয়ে পুতিনের বক্তব্যের সঙ্গে কঠোর দ্বিমত পোষণ করেছেন তিনি। টুস্ক বলেন, উদার গণতন্ত্রকে যারা অচল বলে দাবি করছেন তারা এটিও বলছেন যে স্বাধীনতাও অচল, আইনের শাসন অচল এবং মানবাধিকারও অচল। সত্যিকার অচল হিসেবে আমি পেয়েছি কর্তৃত্ববাদ, ব্যক্তি পূজাকে; এমনকি যদি কখনো কখনো তা তা কার্যকর বলে মনেও হয়।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী