X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মুম্বাইয়ে ভারী বর্ষণে ২২ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৯, ১০:৫১আপডেট : ০২ জুলাই ২০১৯, ১০:৫৫

বর্ষার প্রথম বৃষ্টিতেই বড় ধরনের বিপর্যয়ের কবলে পড়েছে ভারতের বন্দরনগরী মুম্বাই। টানা দুই দিনের বৃষ্টিতে থই থই গোটা শহর। সোমবার রাতে শহরের তিনটি জায়গায় দেয়াল ধসে মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। আহত হয়েছেন আরও অনেকে।

মুম্বাইয়ে ভারী বর্ষণে ২২ জনের প্রাণহানি মুম্বাইয়ের মালাড এলাকার কুরার গ্রামে গভীর রাতে দেয়াল ধসে ১৩ জনের মৃত্যু হয়। আহত হন আরও ১১ জন। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে উদ্ধারকর্মীরা।

পুনের সিংহগড় ইন্সটিটিউটে দেয়াল ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। মৃতদের মধ্যে চারজন ছত্তিসগড়ের বাসিন্দা বলে জানা গেছে।

তৃতীয় ঘটনাটি ঘটে মুম্বাইয়ের কল্যাণ এলাকায়। সেখানে একটি স্কুলের দেয়াল ভেঙে পড়ে পাশের দুই বাড়িতে। এতে তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও এক ব্যক্তি। কল্যাণের দুর্গাডি এলাকায় রাত ১২.৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে ন্যাশনাল উর্দু স্কুলের দেয়াল।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ভারী বৃষ্টিতে দেয়াল ধসে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিন মুম্বাইয়ে টানাবর্ষণ অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনা করে খুব জরুরি দরকার ছাড়া নাগরিকদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আলাদা আলাদা হাসপাতালে পাঠানো হয়েছে। অঞ্চলটিতে এখনও একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। পানিবন্দি প্রায় গোটা শহর। পরিস্থিতি মোকাবিলায় দুইদিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অফিস-আদালত।

পানি জমে যাওয়ায় মুম্বাই ও পুণের অধিকাংশ রাস্তায় গাড়ি চলছে বেশ ধীরে। রেল লাইনে পানি জমায় ট্রেনের গতিও শ্লথ। ভারী বর্ষণের জেরে মুম্বাই বিমানবন্দর থেকে ৫০টির বেশি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। সূত্র: জি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!