X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ায় আক্রমণে ‘মরিয়া’ ট্রাম্প: পিয়ংইয়ং

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৯, ১০:২০আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৯:১৫

কিম জং উনের সঙ্গে আলোচনা হলেও এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ায় আক্রমণের সিদ্ধান্তে অটল রয়েছেন বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং।  জাতিসংঘে দেশটির প্রতিনিধি দল জানায়, ‘যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপে মরিয়া হয়ে আছে।’

উত্তর কোরিয়ায় আক্রমণে ‘মরিয়া’ ট্রাম্প: পিয়ংইয়ং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পই প্রথম রোববার উত্তর কোরিয়ায় পা রেখেছেন। দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকায় (ডিএমজেড) সাক্ষাৎ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে। বৈঠকে থমকে থাকা পরমাণু আলোচনা ফের শুরুও করতে রাজি হয়েছেন ট্রাম্প ও কিম।

তবে উত্তর কোরিয়ার অভিযোগ, কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বুধবারের বিবৃতিতে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনাকর পরিস্থিতি ফিরিয়ে আনতে পারে।

উত্তর কোরীয় প্রতিনিধি দল দাবি করে, তারা ২০১৭ সালে পেট্রোলিয়াম আমদানির নিয়ে মার্কিন অভিযোগের জবাব দিয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য যে যৌথ চিঠিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তারও জবাবের প্রস্তুতি চলছে। তারা জানান, যেদিন মার্কিন প্রেসিডেন্ট আলোচনার আহ্বান জানিয়েছেন সেদিনই এই যুক্ত বিবৃতি দেওয়া হয়। এতে এটাই স্পষ্ট হয় যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক অবস্থানেই আছে। পিয়ংইয়ং জানায়, যুক্তরাষ্ট্র মনে করে নিষেধাজ্ঞাই সব সমস্যার সমাধান। কিন্তু এটা খুবই অবান্তর।

এখন পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

গত ফেব্রুয়ারিতে কিম ও ট্রাম্পের বৈঠক কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ায় উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা এতদিন স্থবির হয়ে ছিল। তবে, দুই নেতার মধ্যে চিঠি চালাচালি হয়েছে বেশ কয়েকবার। আলোচনায় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি বাদ দিতে বলছে। আর উত্তর কোরিয়ার দাবি, তাদের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
সর্বশেষ খবর
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা