X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বন্ধু কাতারি আমিরকে উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৯, ০৯:৫৯আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৭:১৮

যুক্তরাষ্ট্র সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে মঙ্গলবার হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের সামরিক অংশীদারিত্বের প্রশংসা করে শেখ তামিমকে বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি। ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ করায়। বন্ধু কাতারি আমিরকে উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের
এমন সময়ে কাতারি নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হলো যখন ইরানের সঙ্গে ক্রমেই উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের মিত্র সৌদি-আমিরাতি জোটের অবরোধের মধ্যে রয়েছে কাতার।

বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে কথা বলেন দুই নেতা। এ সময় উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন দুই নেতা।

উপসাগরীয় দেশটির উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বলেন, কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় অংকের সামরিক অংশীদারিত্ব রয়েছে। আমেরিকান কোম্পানিগুলো থেকে দেশটি বিলিয়ন বিলিয়ন ডলারের সামগ্রী কিনে থাকে। তারা আমাদের দেশে বড় ধরনের বিনিয়োগ করছে। এর মাধ্যমে তারা এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। তারা আমেরিকার কাছ থেকে বিমানসহ প্রচুর পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে।

শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের প্রচুর বিনিয়োগ রয়েছে। এখানকার অর্থনীতিতে আমাদের আস্থা রয়েছে। এখানে আমরা প্রচুর অবকাঠামো তৈরি করছি এবং ভবিষ্যতে আরও বিনিয়োগের পরিকল্পনা করছি।

এর আগে সোমবার রাতে মার্কিন অর্থমন্ত্রীর আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেন দুই নেতা। এ সময় ট্রাম্প বলেন, তিনি পরদিন কাতারি নেতাকে হোয়াইট হাউসে স্বাগত জানাতে অপেক্ষা করছেন।

কাতারি আমিরের সফরে পাঁচটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে কাতার। এছাড়া যুক্তরাষ্ট্রের উপকূলে শেভরন ফিলিপস কেমিক্যালের সঙ্গে যৌথভাবে একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টের উন্নয়নে কাজ করবে কাতার পেট্রোলিয়াম। গালফ টাইমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ইতোমধ্যে প্রায় আনুমানিক ১৮৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক অংশীদারিত্ব রয়েছে। সূত্র: এপি, গালফ টাইমস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সর্বশেষ খবর
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া